বন্যা পরিস্থিতির কারণে এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল
(last modified Thu, 14 Jul 2022 12:29:30 GMT )
জুলাই ১৪, ২০২২ ১৮:২৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আর এক দফা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। আর ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৭ জুলাই পর্যন্ত।

গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। প্রথমে ২২ জুন পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে সে সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ফি প্রদানের সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

এদিকে আগামী ২২ আগস্ট এবারের পরীক্ষার শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছিল সরকার। কিন্তু বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় নির্দিষ্ট সময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলেই ইতোমধ্যে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ