৩০০ আসনেই ইভিএমে ভোট চায় বিকল্পধারা
আমাদের ওপর আস্থা রাখুন, একেবারে ডিগবাজি খেয়ে যাব, তা তো নয়: সিইসি
-
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপে সিইসি
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপে সিইসি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতি যে দিচ্ছি, তার কিছু মূল্য থাকা উচিত। একেবারে যে আমরা ডিগবাজি খেয়ে যাব, তা তো নয়। আমাদের ওপর একটু আস্থা রাখুন। আস্থা রাখতে গিয়ে চোখ বন্ধ করে রাখলে হবে না।’
ইসিকে নজরদারিতে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনাদের নজরদারি থাকতে হবে। আমরা কি আসলেই সাধু পুরুষ, না ভেতরে-ভেতরে অসাধু, সেই জিনিসটা আপনারা যদি নজরদারি না রাখেন, তাহলে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করলেন না। কঠোর নজরদারিতে আমাদেরকে (ইসি) রাখতে হবে।'
কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ইসিকে তা জানানোর পরামর্শও দেন সিইসি। সেইসাথে ভোটে অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান হাবিবুল আউয়াল।

এদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চেয়েছে বিকল্পধারা বাংলাদেশ। সেইসাথে কেন্দ্র দখল বন্ধ এবং একজনের ভোট আরেকজন যাতে দিতে না পারে, সেই নিশ্চয়তা চেয়েছে দলটি।
আজ (মঙ্গলবার) ইসির সংলাপে অংশ নিয়ে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি এসব দাবি জানান।
লিখিত প্রস্তাবে দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে বর্তমান সরকার এবং নির্বচন কমিশন বহু বিতর্কের মুখোমুখি হয়েছে। তার একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। গণতন্ত্রের স্বাভাবিক বিকাশের জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিকল্পধারা বাংলাদেশ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা করা হলে অন্তত ভোট কারচুপি বন্ধ হবে। একজনের ভোট আরেকজন দিতে পারবে না, এই নিশ্চয়তা চাই।
তিনি বলেন, নির্বাচনের সময় ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি না হয়, তার ব্যবস্থা নিশ্চিত হবে। নির্বাচন ক্যাম্পেইনে সবার জন্য সমান সুযোগের পাশাপাশি ভোটারদের ভোট দেওয়ার গোপনীয়তা নিশ্চিত করতে হবে।
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এতো অন্যদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।