যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও হিজাবের পক্ষে শ্লোগান
বাংলাদেশের যশোর জেলার শার্শা থানায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে সমাবেশ এবং ইসলামী শালীন পোশাক হিজাবের পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইমাম মাহদী (আ.) ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ফাতেমাতুজ্জোহরা শিয়া জামে মসজিদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ মোঃ ইকবাল হোসেন (শান্তি)। তিনি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জীবন বৃত্তান্ত, কর্মপদ্ধতি এবং নারীদের হিজাবের গুরুত্ব তুলে ধরেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রভাষক মোঃ মুরাদ হোসেন, মাষ্টার মোঃ আয়ূব হোসেন, মো. মিকাইল হোসেন, মাষ্টার আতাউর রহমান, মোঃ মোহাম্মাদ আলী, মোঃ আমীর হামজা প্রমুখ।
সমাবেশ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ‘আমরা হিজাব পছন্দ করি’, ‘আমরা হিজাব চাই’, ‘আমাদের প্রিয় নেতা সৈয়দ আলী খামেনেয়ী, (আপনার উপর শান্তি বর্ষিত হোক) আপনি এগিয়ে চলুন আমরা আপনার সাথেই আছি’, ‘লাব্বাইক ইয়া খামেনেয়ী’, ‘লাব্বাইক ইয়া মাহদি’ প্রভৃতি শ্লোগান দেওয়া হয়।
কয়েক সপ্তাহ আগে ইরানের নারী পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার পর বিদেশি শত্রুদের মদদে একদল বিভ্রান্ত মানুষ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে। তারা হিজাবের বিরুদ্ধে শ্লোগান দেয়। তার প্রতিবাদের শার্শায় এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হল।#
পার্সটুডে/এমএআর/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।