রাজনীতি পুলিশের কাজ নয়-নয়া ডিএমপি কমিশনার
https://parstoday.ir/bn/news/bangladesh-i115238-রাজনীতি_পুলিশের_কাজ_নয়_নয়া_ডিএমপি_কমিশনার
রাজনৈতিক কর্মসূচিতে ফৌজদারী অপরাধ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ৩১, ২০২২ ১৮:৪৯ Asia/Dhaka
  • পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক
    পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

রাজনৈতিক কর্মসূচিতে ফৌজদারী অপরাধ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি। এসময় ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীর থানাগুলোকে জনবান্ধব ও সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি সর্বদা তৎপরত থাকবে বলেও জানান নবনিযুক্ত পুলিশ কমিশনার। খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। রাজনীতিতে নাক গলানো বা মাথা ঘামানো পুলিশের কাজ নয়। রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল মিটিং সমাবেশ হবে। তাতে ডিএমপি বাধা দেয় না, দেবেও না। তবে মিছিল-মিটিং সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তা কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার।

রাজনৈতিক সহিংসতা রোধে কী ব্যবস্থা নেবেন জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। রাজনৈতিক দল মিটিং-মিছিল করবে, সেটা তাদের রাজনৈতিক অধিকার। সেখানে পুলিশের কোন ভূমিকা নেই। কিন্তু কেউ রাজনীতির নাম নিয়ে যদি গাড়ি ভাঙচুর করে, আগুন দেয়, রাস্তার গাছ কেটে রাস্তা অবরোধ করে তাহলে তা হবে ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ না করলে পুলিশ সবাইকে সহযোগিতা করবে। কিন্তু কেউ ফৌজদারি অপরাধ করলে তা দমনে পুলিশ কঠোর হবে বলে জানান ডিএমপি কমিশনার। থানার সেবার মান বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে নতুন কমিশনার বলেন, পুলিশের মূল কাজ হচ্ছে থানার কাজ। যেকোনো সমস্যায় মানুষ আগে থানায় যায়। বেশ কয়েক বছর যাবত থানাকে গণমুখী সেবামুখী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই থানায় গিয়ে জিডি ও মামলা করতে কেউ হয়রানির শিকার হয়েছেন কি না তা মনিটরিং করা হচ্ছে। থানায় কেউ যাতে হয়রানির শিকার না হন, তা মনিটরিং করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানান খন্দকার গোলাম ফারুক। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।