সম্প্রীতি রক্ষায় এখনি সতর্ক হওয়ার আহ্বান বাংলাদেশের ইসলামী বিশেষজ্ঞদের
(last modified Wed, 09 Nov 2022 12:43:15 GMT )
নভেম্বর ০৯, ২০২২ ১৮:৪৩ Asia/Dhaka

বাংলাদেশের ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসির বাংলা প্রথম পত্রে ‘সাম্প্রদায়িক উসকানি’র ঘটনায় পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসির বাংলা প্রথম পত্রে ‘সাম্প্রদায়িক উসকানি'র ঘটনায় পাঁচ জনকে চিহ্নিত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত রোববার বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তাতে ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের সৃজনশীল অংশে একটি প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ ওঠে। প্রশ্নপত্রের ১১ নম্বর প্রশ্নে সনাতন ধর্মের দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের বিষয় তুলে ধরা হয়। প্রশ্নে দেখানো হয়, "নেপাল ও গোপাল নামের দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই নেপাল তার বড় ভাইকে শায়েস্তা করতে আব্দুল নামের একজনের কাছে একাংশ জমি বিক্রি করে দেন। আব্দুল সেই জমিতে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং কোরবানির ঈদে সেখানে গরু কোরবানি দেন। এতে জমি বিক্রেতার ভাইয়ের মন ভেঙে যায়, তিনি জমি-জমা সব ফেলে সপরিবারে ভারতে চলে যান।" 

এমন ঘটনায় বিভিন্ন মহলে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান নদভী রেডিও তেহরানকে বলেন, পরীক্ষার প্রশ্নপত্রে এ ধরনের বিষয় সম্পৃক্ত করা কোনভাবেই ঠিক নয়। কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার দায় কোনভাবেই এড়াতে পারবে না এ বিষয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা। 

অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার উপ কমিটির সকহারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির রেডিও তেহরানকে বলেন, এর মাধ্যমে একটি গোষ্ঠী বাংলাদেশে ধর্মীয় সংঘাতের অপচেষ্টা করছে। অবশ্য এজন্য তিনি সরকারের শিক্ষানীতির কঠোর সমালোচনা করেছেন। বলেছেন, অসাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিচ্ছে কেউ কেউ। এ বিষয়ে এখনই সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন এই ইসলামি রাজনীতিক।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।