ঢাকার সমাবেশ থেকে বিএনপির প্রাপ্তি: আওয়ামী লীগ ও বাম নেতাদের মূল্যায়ন
https://parstoday.ir/bn/news/bangladesh-i117122-ঢাকার_সমাবেশ_থেকে_বিএনপির_প্রাপ্তি_আওয়ামী_লীগ_ও_বাম_নেতাদের_মূল্যায়ন
নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে প্রায় এক যুগ ধরে রাজপথে আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু এই সময়ে তারা কোনো ফল অর্জন করতে পারেনি। সাম্প্রতিক সময়ে দেশের প্রতিটি বিভাগে সমাবেশ করে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এ বিষয়টিতে জনমত তৈরিতে কাজ করেছে দলটি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১২, ২০২২ ১৫:০৩ Asia/Dhaka

নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে প্রায় এক যুগ ধরে রাজপথে আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু এই সময়ে তারা কোনো ফল অর্জন করতে পারেনি। সাম্প্রতিক সময়ে দেশের প্রতিটি বিভাগে সমাবেশ করে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এ বিষয়টিতে জনমত তৈরিতে কাজ করেছে দলটি।

এরই চুড়ান্ত প্রকাশ হিসেবে গেল ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠের সমাবেশে ১০ দফা ঘোষণা করে দেশের অন্যতম বৃহৎ এ রাজনৈতিক দলটি। যার মধ্যে বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে সরকারকে ভোটবিহীন, গণতন্ত্র হরণকারী ও লুটেরা অভিযোগ করে দ্রুত পদত্যাগের দাবি জানানো হয়।

কিন্তু এ সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই জন্ম হয়েছে নানা ঘটনার; যা ইতিহাসের উপাদান হিসেবেই থাকবে না কি দলটির কোনো অর্জনে যুক্ত হয়েছে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।  

এসব বিষয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান রেডিও তেহরানকে বলেছেন, বিএনপির সমাবেশে জনগণ জিতেছে, হেরেছে বিএনপি। ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি যে পরিমানে হাঁকডাক দিয়েছিল আর ১১ ডিসেম্বর থেকে তারা সরকার পরিচালনা করবে বলে বিভিন্ন অসাংবিধানিক বক্তব্য দিচ্ছিল তাতে জনগণ অতিষ্ঠ। বিএনপির একটা দখলদারিত্বের মনোভাব দেখে জনমনেও আতঙ্ক ছিল বলে মনে করেন আবদুর রহমান।

আবদুর রহমান

সমাবেশে বিএনপির ষোষিত ১০ দফার দাবিগুলোকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। আবদুর রহমান বলেন, বিএনপির ১০ দফার মধ্যে জঙ্গি সন্ত্রাস দমনের বিরোধিতা করার মানে কী? তারা কি আবারো জঙ্গি সন্ত্রাসকে মদদ দিতে চায়- প্রশ্ন রাখেন আওয়ামী লীগ এই নেতা।

এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম রেডিও তেহরানকে বলেছেন, বিএনপির ১০ দফায় নতুন কিছুই নেই। আগের গৎবাঁধা কথাই তারা বলেছেন নতুন করে। জনগণ এখন আর পুরনো জিনিস পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাহাউদ্দিন নাসিম।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

তিনি আরো বলেন, বিএনপির ১০ দফায় বিশেষ করে সন্ত্রাস দমন আইন বাদ দেয়ার মত যে দাবি তা খুবই আপত্তিকর। যে দল সন্ত্রাসী কাজের প্রতিরোধ বা বন্ধে নয়, বরং উৎসাহিত করতে কাজ করতে পারে তাদের উদ্দেশ্য যে সৎ না- তা নিঃসন্দেহে বুঝতে পারেন দেশের জনগণ। তাই বিএনপির ১০ দফা জনবান্ধব নয় বলে মনে করেন আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

আর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ঘোষণা দেওয়া বিএনপির ১০ দফা দাবিকে 'অপরাধীদের রক্ষার দলিল' বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

আ স ম আবদুর রব

তবে বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব রেডিও তেহরানকে বলেছেন, বিএনপির ঘোষিত ১০ দফার সঙ্গে তারা একমত। সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা একসাথে কাজ করবেন বলে জানান আ স ম আব্দুর রব। #

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/১২