১৬ জানুয়ারী সারা দেশে সমাবেশ ও মিছিল করবে বিএনপি : মির্জা ফখরুল
(last modified Wed, 11 Jan 2023 12:12:34 GMT )
জানুয়ারি ১১, ২০২৩ ১৮:১২ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম  আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম  আলমগীর

দশ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে, ১৬ জানুয়ারী সারাদেশে  সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি । আজ বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কারযালয়ের সামনে গন অবস্থান থেকে এই কর্মসূচি ঘোষণা করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  আলমগীর । সরকার পতন না হ্ওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেন দলের শীর্ষ নেতারা।  

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ দশ দফা  দাবিতে ছিল বিএনপির এই  গণ অবস্থান কর্মসূচি বিএনপি নেতারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই দশ দফা দাবি আদায় করা হবে।  
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দমন পীড়ন চালিয়ে বিএনপির আন্দোলন দমিয়ে রাখা যাবে না। 
এসময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, রাজধানী ছাড়াও আরও নয়টি বিভাগে নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 
দুর্নীতির কারণে সরকার গণবিচ্ছিন্ন হয়েছে দাবী করে ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলেছে, তাই রাষ্ট্রীয় বাহিনীর ওপর নির্ভর করে দেশ পরিচালনা করছে। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপির এই নেতা। 
বিএনপি মহাসচিব আরো বলেন, আওয়ামী লীগ নিজেকে রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেয়। আমরাও জানি, আওয়ামী লীগ পুরোনো পরিচিত দল। কিন্তু আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তারা এখন গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেজন্য এখন তাদেরকে পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতাকে জোর করে দখল করে রাখতে হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।#

পার্সটুডে/নিলয় রহমান/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ