কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইরান
https://parstoday.ir/bn/news/bangladesh-i118550-কক্সবাজারে_রোহিঙ্গাদের_মাঝে_শীতবস্ত্র_বিতরণ_করল_ইরান
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৩ ১৭:২২ Asia/Dhaka
  • কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইরান

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

শীতের প্রকোপ থেকে রোহিঙ্গাদের রক্ষায় এ উদ্যোগ নিয়েছে দেশটি। গত সপ্তাহে ইরানের একটি প্রতিনিধি দল কক্সবাজরের উখিয়ায় রোহিঙ্গাদের ৪ নম্বর ক্যাম্পে এ শীতবস্ত্র বিতরণ করে।

এই প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় ,বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত থাকবে।

রোহিঙ্গারা ২০১৭ সালের আগস্টে বৃহৎ আকারে সঙ্কটে পড়ে। এরপর থেকেই অসহায় এসব মানুষের প্রতি ইরানের সহায়তা অব্যাহত রয়েছে।# 

পার্সটুডে/এনআর/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।