৪ ফেব্রুয়ারি দেশজুড়ে বিভাগীয় সমাবেশ বিএনপির: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i118904-৪_ফেব্রুয়ারি_দেশজুড়ে_বিভাগীয়_সমাবেশ_বিএনপির_মির্জা_ফখরুল
বাংলাদেশে বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৩ ১৯:৩১ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ বুধবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, নির্যাতনের প্রতিবাদে, বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানো ও ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় সমাবেশ পালন করা হবে।মির্জা ফখরুল বলেন, ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, বিএনপি যেদিন প্রোগ্রাম দেয়, তখনি একটা পাল্টা প্রোগ্রাম দেয় আওয়ামী লীগ। তাদের এতো ভয় কেন বলেও প্রশ্ন রাখেন মির্জা ফখরুল।  তিনি বলেন, আওয়ামী লীগের নিজেদের ওপর কোনো আস্থা নেই। সে জন্য তারা এই সব প্রোগ্রাম দেয় বলে মন্তব্য তার। #

পার্সটুডে/এনআর/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।