সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৬, আহত শতাধিক
https://parstoday.ir/bn/news/bangladesh-i120460-সিদ্দিকবাজারে_ভবনে_ভয়াবহ_বিস্ফোরণ_নিহত_১৬_আহত_শতাধিক
বাংলাদেশের রাজধানীর সিদ্দিকবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
মার্চ ০৭, ২০২৩ ২১:২২ Asia/Dhaka
  • সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৬, আহত শতাধিক

বাংলাদেশের রাজধানীর সিদ্দিকবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার জানান, বিস্ফোরণে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে পাঁচ তলা একটি ভবন (নিচ তলায় স্যানিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) এবং তার পাশের সাততলা একটি স্যানিটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত শতাধিক মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হয়েছেন বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, এখনো আহত রোগী হাসপাতালে আসছেন। আহতদের যেন দ্রুত হাসপাতালে নেওয়া যায় সে জন্য আমরা কাজ করছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।