ক্লাব কার্যক্রমের খবর
কিশোরগঞ্জে বেতার শ্রোতা আড্ডা ও বিদায় সংবর্ধনা
কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ-এর উদ্যোগে গতকাল (১১ মার্চ, শনিবার) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজারের পশ্চিম জিনারাই গ্রামে এক শ্রোতা সম্মেলন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ'র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক এবং ভৈরব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক কাজী এনামুল হক, কুলিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি এবং কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের উপদেষ্টা মুহাম্মদ আসাদুজ্জামান, দৈনিক আজকের সারাদিনের জেলা প্রতিনিধি, সোস্যাল ওয়ার্কার ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সহ-সভাপতি শরিফ মিয়া ও পশ্চিম জিনারাই আঃ খালেক মির্জালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য আব্দুস সামাদ কাজল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ-সম্পাদক শরিফা আক্তার পান্না, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের উপদেষ্টা রেজুয়ানুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস ডি সোহেল প্রিন্স, পশ্চিম জিনারাই গ্রামের তরুণ ব্যক্তিত্ব মোঃ মাহবুবুর রহমান ও মোজাহিদুল ইসলাম এবং বিদেশ গমনেচ্ছু শ্রোতা আজহারুল ইসলাম তামিম (লাইট অব নলেজ রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের ক্রীড়া সম্পাদক)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের অর্থ সম্পাদক ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের প্রচার সম্পাদক সাহাব উদ্দিন আহম্মেদ।

স্বাগত বক্তব্যে জনাব জাহাঙ্গীর আলম বলেন, জেলার নানা প্রান্ত থেকে সবাই আজ এখানে এসে উপস্থিত হয়েছেন। সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিদায়ী ছোট ভাই আজহারুল ইসলাম তামিম চমৎকার একটি আয়োজন করেছে, তাকেও ধন্যবাদ জানাই।
প্রধান অতিথির ভাষণে জনাব শাহাদত হোসেন বলেন, একদিকে কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ বাংলাদেশ বেতারের একটি অন্যতম শ্রোতা সংগঠন, তেমনি অন্যদিকে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জও রেডিও তেহরানের স্বীকৃতিপ্রাপ্ত শ্রেষ্ঠ-কর্মমুখর সংগঠন। এ দুটি সংগঠন কিশোরগঞ্জ জেলাসহ সারা দেশে শ্রোতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সংগঠন দুটির যৌথ কার্যক্রমের ফলে একদিকে যেমন রেডিও তেহরান ও বাংলাদেশ বেতারের শ্রোতা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তেমনি একই সাথে শ্রোতারা সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ হচ্ছেন।
তিনি আরও বলেন যে, আজহারুল ইসলাম তামিম কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সবচেয়ে তরুণ কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভ সদস্য। কর্ম উপলক্ষে তার বিদেশ চলে যাওয়াটা একদিকে যেমন আনন্দের, তেমনি অন্যদিকে সংগঠন দুটির জন্য ক্ষতির কারণ। শ্রোতা সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তার এ শূন্যতা পুরণ হবার নয়। প্রবাসে তিনি ভালো থাকবেন, সুস্থ্ থাকবেন, আমরা সেই দোয়াই করি। আশা করি, সাইফুল ইসলাম শান্ত ও শাহজালাল হাজারীর মত বিদেশে গিয়েও তিনি বেতারের সাথে সম্পৃক্ত থাকবেন।

বিশেষ অতিথি জনাব কাজী এনামুল হক বলেন, এমন সুন্দর একটি আয়োজনে থাকতে পেরে খুব ভালো লাগছে। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রক্তের কোন সম্পর্ক নেই, কিন্তু সবাই এক অদৃশ্য মায়ার বন্ধনে আবদ্ধ। এটাই বেতারের সাফল্য। বেতারের আলো ছড়িয়ে পড়ুক দিকে দিকে, সে কামনাই করি।
জনাব আসাদুজ্জামান বলেন, গুরুদয়াল সরকারি কলেজের শাহাদত স্যার আমাদের কিশোরগঞ্জের সকল শ্রোতাকে এক পতাকাতলে নিয়ে এসেছেন। এখন আমরা বাংলাদেশ বেতারের পাশাপাশি আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠানও শুনি, শুনি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।
বিশেষ অতিথি হিসেবে জনাব শরিফ মিয়া বলেন, বেতার আমাদের ভালোবাসার জায়গা। তাইতো সব কাজ ফেলে রেখে বেতারের টানে এখানে এসে উপস্থিত হয়েছি। এভাবেই যেন বেতারের সাথে নিয়মিত থাকতে পারি, সবার কাছে সে দোয়াই চাই।
তিনি আরও বলেন যে, তামিমকে বিদায় জানাতে আমাদের কষ্ট হচ্ছে। তবে তামিমের স্বার্থেই আমরা সে কষ্ট মেনে নিচ্ছি। আশা করি প্রবাসে গিয়েও সে আমাদের কথা ভুলবে না, বেতারের কথা ভুলবে না।

পশ্চিম জিনারাই গ্রামের জনাব কাজল বলেন, আমি অভিভূত! আমি মুগ্ধ। কিশোরগঞ্জে যে এত বেতার শোতা আছে তা জানতাম না। অনুষ্ঠানস্থল হিসেবে আমাদের গ্রামকে মনোনীত করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রেডিও তেহরান যে বাংলায় অনুষ্ঠান প্রচার করে সে কথাও আমার জানা ছিল না। এটি জেনে আমার ভালো লাগছে এবং আমি রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার চেষ্টা করব।
সভাপতির ভাষণে জনাব গিয়াস উদ্দিন বলেন, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ ও কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ যৌথভাবে নানা অনুষ্ঠান আয়োজন করে বেতার শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। তাদের এ প্রশংসা আমাদেরকে উৎসাহিত করে। আমরা ভবিষ্যতে একটি শিক্ষা সফর ও বৃহৎ আকারে শ্রোতা সম্মেলনের আয়োজন করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে আজহারুল ইসলাম তামিম নানা পদের দেশীয় খাবারের মাধ্যমে সবাইকে মধ্যাহ ভোজ করান।#
বার্তা প্রেরক
শরিফা আক্তার পান্না
অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।