'রমজানে নিত্যপণ্য পর্যাপ্ত মজুদ আছে'
সংকট সৃষ্টি করে নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা, হুঁশিয়ারি ভোক্তা অধিকারের
রমজান এখন দোড়গোড়ায়। বাংলাদেশে নিত্যপণ্যের বাজারদরের চোখ রাঙানি যদিও কমেনি। তবে ব্যবসায়ী নেতারা বলছেন- ছোলা, তেল, চিনি, খেজুরসহ রমজানের প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। সংকট হওয়ার কোন কারণ নেই। তাই ভোক্তা সাধারণকে নিশ্চিন্তে থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
যদিও বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক দফা দাম বেড়েছে পবিত্র শবে বরাতের আগে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। নিত্যপ্রয়োজনীয় সব জিনিসেরই বাজারে প্রচুর মজুদ আছে। এর পরও বাজারে জিনিসপত্রের দাম কিন্তু বাড়তির দিকে। গেল সপ্তাহে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পবিত্র রমজান মাসে কোনোভাবেই যাতে দ্রব্যমূল্য না বাড়ে, সে বিষয়ে নজরদারি বাড়াতে বাণিজ্যসচিবকে নির্দেশনা দেওয়া হয়।
তবে মাঠ পর্যায়ের চিত্র হচ্ছে এখনো কমেনি সম্প্রতি বৃদ্ধি পাওয়া অনেক পণ্যের দাম। হয়ত খানিক স্থিতিতে রয়েছে প্রশাসনের হুমকিতে। এফবিসিসিআই নেতারা বলছেন, ছোলার আমদানি বৃদ্ধিতে দাম কমতে শুরু করেছে অনেক বাজারে। দেশে ছোলার চাহিদা ১ লাখ ২০ হাজার টন, আর রমজানে দরকার হয় ৮০ হাজার টন, কিন্তু এলসি হয়েছে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার টন। আর ভোজ্য তেলে সারা বছরের চাহিদা ২০ লাখ টনের পাশে শুধু রমজানে রয়েছে ৪ লাখ টনের ডিমান্ড, কিন্তু আমদানি পর্যাপ্ত হওয়ায় মজুত রয়েছে উল্লেখ করে ব্যবসায়ী নেতারা দাবি করছেন এ রমজানে বাড়বে না ভোজ্য তেলের দাম। কারণ তেলের আমদানি হয়েছে ৩ লাখ ২০ হাজার ৭০ হাজার মেট্রিক টন। আর সারা বছর ৮০ হাজার টন খেজুরের চাহিদা থাকলেও শুধু রমজানেই দরকার হয় ৫০ হাজার টন। কিন্তু এবার আমদানি হয়েছে ১ লাখ টনের মত। চিনির আমদানি বেশি বলে জানানো হয়েছে। উৎপাদন ও আমাদানীর ভালো সমন্বয় থাকার কারণে পেঁয়াজের সংকটেরও কোন আশংকা করছেন না ব্যবসায়ীরা।
এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেছেন, ডলারের দাম বৃদ্ধিতে পণ্যমূল্য বৃদ্ধি পেলেও রমজানে মজুদ পর্যাপ্ত থাকার কোনভাবেই পণ্য মূল্য বাড়বে না, সংকট সৃষ্টি হবে না কোন পণ্যের। আর কেউ পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর কোন চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।