মোখা আঘাত হেনেছে মিয়ানমার উপকূলে, তাণ্ডবে বিপর্যস্ত টেকনাফ ও সেন্টমার্টিন
https://parstoday.ir/bn/news/bangladesh-i123188-মোখা_আঘাত_হেনেছে_মিয়ানমার_উপকূলে_তাণ্ডবে_বিপর্যস্ত_টেকনাফ_ও_সেন্টমার্টিন
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। স্থানীয় সময় রবিবার দুপুর ১টা ৩০-এর দিকে উপকূলে উঠে আসে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বাংলাদেশের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় মোখা। ঝড় শুরু হয়ে টেকনাফের আশেপাশের অঞ্চলেও। তবে বাংলাদেশের কোথাও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৪, ২০২৩ ১৮:৪৭ Asia/Dhaka

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। স্থানীয় সময় রবিবার দুপুর ১টা ৩০-এর দিকে উপকূলে উঠে আসে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বাংলাদেশের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় মোখা। ঝড় শুরু হয়ে টেকনাফের আশেপাশের অঞ্চলেও। তবে বাংলাদেশের কোথাও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলীয় কয়েকটি এলাকা। এসব এলাকার ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো উপড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আঘাতের পর বড় বিপদের শঙ্কা কেটে গেছে। সেইসঙ্গে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। যা ক্ষতি হয়েছে, এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদফতর। তারা বলছে, আজ (রবিবার) বিকাল ৩টার দিকে সেন্টমার্টিন উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আব্দুর রহমান। তিনি বলেন, এতে সেন্টামার্টিন দ্বীপ এলাকার ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম,ভোলা, কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কুয়াকাটার কলাপাড়া পায়রা বন্দরের আমদানি-রপ্তানি ও পণ্য খালাসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী বন্দর ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান। তিনি বলেন, নতুন খনন করা চ্যানেল সুরক্ষিত রাখতে ইনার থেকে সরিয়ে নেয়া হয়েছে তিন বিদেশি জাহাজ। এদিকে বন্দরে থাকা লাইটার জাহাজগুলোও সরিয়ে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে বলে জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য ক্যাপ্টেন জাহিদ হোসাইন।  পাশাপাশি প্রস্তুত রাখা হয় ৯ সদস্যের ইমারজেন্সি রেসপন্স টিম এবং একটি মেডিকেল টিম।

ভোলায় ঘূর্ণিঝড় মোখার কবল থেকে জানমালের নিরাপত্তায় শনিবার রাত থেকে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে শুকনো খাবার। ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে খোঁজ খবর নিচ্ছেন উপদ্রুত মানুষের। এদিকে, মোখার প্রভাবে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ও বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। উত্তাল রয়েছে মেঘনা নদী।

বরিশালে গতরাত থেকেই পরিবর্তন হতে শুরু করেছে আবহাওয়া পরিস্থিতি। তীব্রতাপদাহ আর নেই। আকাশ মেঘাছন্ন। কৃতনখোলাসহ আশেপাশের নদ নদীর পানি ১ ফুটের মত বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে বরিশাল লঞ্চঘাট থেকে ১২টি রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। অপরদিকে বরিশালসহ ১০ উপজেলায় ৫৪১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সুগন্ধা, বিশখালি ও হলতা নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ফুট পানি বৃদ্ধি পেয়েছে। জেলায় মোট ৪২৭টি আশ্রয় কেন্দ্র, ৫টি কন্ট্রোল রুমও ৩২টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়।

ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে নোয়াখালীর দ্বীপ হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ভাসানচরে প্রায় ৩০ হাজার রোহিঙ্গাকে সুরক্ষার আওতায় আনতে প্রশাসন থেকে নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। জেলার প্রায় সাড়ে তিনশ আশ্রয় কেন্দ্র প্রস্তুতসহ শুকনো খাবার ও  প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রেখেছে প্রশাসন। তবে বেড়িবাধ না থাকায় আতঙ্কের মধ্যে রয়েছে উপকূলের বাসিন্দারা।

দুপুরে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর হল রুমের সংবাদ সম্মেলনে পরিচালক আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি টেকনাফের ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরবর্তী অঞ্চল দিয়ে অতিক্রম করায় বাংলাদেশ উপকূলে ঝুঁকি কমে এসেছে। এতে করে বাতাসের আদ্রতা কিছুটা বেড়েছে। তবে আগামীকাল থেকে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, মোখার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ তিন দিন ধরে বন্ধ থাকায় পাইপলাইনে গ্যাসের সরবরাহ কমে গেছে। এতে বিদ্যুৎ উৎপাদনে, আবাসিক ব্যবহারের ক্ষেত্রে ও শিল্প কারখানায় গ্যাস সংকট দেখা দিয়েছে। আগামী দুই দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে।’ তবে, গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।