কারো ফরমায়েশে নয় সংবিধান অনুযায়ীই হবে নির্বাচন-বললেন কাদের
বিরোধীদল দমনে ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: ফখরুল
জনবিচ্ছিন্ন হয়ে সরকার এখন নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে ঢাকার গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের ভয়ে বিরোধীদল দমনে সরকার ইন্টারনেট শাটডাউনকে ডিজিটালাইজেশন অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, জনগণের বিরুদ্ধে নিপীড়নে বিআরটিসি এখন সরকারের হাতিয়ার হয়ে উঠছে। বিএনপির বিভিন্ন সমাবেশে ইন্টারনেট শাটডাউনসহ সব ধরনের ডিজিটাল নির্যাতনের প্রতিবাদে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব আরো অভিযোগ করে বলেন, সরকার নানা ভাবে দমন পীড়ন করে বিএনপির পক্ষে গন জোয়ার বন্ধ করতে পারেনি। এখন তারা সমাবেশ গুলোতে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত করছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে শুধু বিএনপির নেতাকর্মী নয়,মুক্তমনা মানুষও হয়রানির শিকার হচ্ছে, যা ব্যক্তির সুস্পষ্ট নাগরিক অধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় সরকারের সব নির্যাতনকে ব্যর্থ করে আন্দোলন এগিয়ে যাবে বলে নেতাকর্মীদের আরো বেশি করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।
এদিকে, আজ সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে, দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,কারো ফরমায়েশে নয় সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধির আগ্রহে বসে আছে, বলেও দাবী করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি এখন মিথ্যাচার ও নালিশি পার্টিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। #
পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।