আগস্ট ১২, ২০২৩ ১০:১৫ Asia/Dhaka
  • তানজিদ হাসান তামিম- মাহমুদউল্লাহ রিয়াদ
    তানজিদ হাসান তামিম- মাহমুদউল্লাহ রিয়াদ

৩০ আগস্ট পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শনিবার) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তানজিদ হাসান তামিম। ৪ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে করেছিলেন ১৭৯ রান। এমন পারফরম্যান্সের পুরস্কার পেলেন তরুণ এই ওপেনার।

দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন নাসুম। মেহেদী হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়া কাপে। ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় থাকবেন শামীম হোসেন। বাংলাদেশের হয়ে এর আগে ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন শামীম। এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি।

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন

আলোচনায় থাকলেও দলে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি মাহমুদউল্লাহ। প্রথম দুই ম্যাচে ৩০ পেরোনো ইনিংস খেললেও স্ট্রাইক রেট ছিল বেমানান। বেশ কিছুদিন ধরেই তার স্ট্রাইক রেট তুমুল আলোচনা চলছিল। এরপর আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে দল থেকে জায়গা হারান তিনি।

সুযোগ মেলেনি আয়ারল্যান্ড সফর কিংবা ঘরের মাঠে আফগানিস্তান সিরিজেও। তবে এশিয়া কাপের আগে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে মাহমুদউল্লাহকে। ইয়ো ইয়ো টেস্টের আদর্শ মান ১৮.৫ ধরা হলেও অভিজ্ঞ এই অলরাউন্ডার তুলতে পেরেছিলেন ১৭। সবমিলিয়ে তাকে ফেরানোর দাবি থাকলেও ভবিষ্যতের কথা ভেবে মাহমুদউল্লাহকে দলে রাখেননি নির্বাচকরা।

অভিজ্ঞ মাহমুদউল্লাহকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানান, ‘মাহমুদউল্লাহকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কোন সিরিজে খেলবে দল। এই চিন্তাভাবনা করেই কিন্তু মাহমুদউল্লাহকে অফ (বাদ) করা হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই ভালো। ওদের সঙ্গে যেহেতু প্রধান কোচের একটা পরিকল্পনা আছে দল কীভাবে পরিচালনা করবে। অধিনায়কের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান মূল আয়োজক হলেও সহআয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। মোট ম্যাচ ১৩টি, শ্রীলঙ্কায় হবে ৯ ম্যাচ। বাকি ৪ ম্যাচ পাকিস্তানে। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে—শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে বাংলাদেশ সময় পাবে মাত্র দুদিন।

দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে ছয় দল—পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল। এশিয়া কাপ খেলতে ২৬ আগস্ট শ্রীলঙ্কা উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

 

ট্যাগ