জি২০ সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতি মনোযোগ কেড়েছে বিশ্বনেতাদের : কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i127982-জি২০_সম্মেলনে_শেখ_হাসিনার_উপস্থিতি_মনোযোগ_কেড়েছে_বিশ্বনেতাদের_কাদের
বিশ্বনেতারা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে একথা জানিয়েছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,সফলভাবে রাষ্ট্র পরিচালনায় অসাধারণ যোগ্যতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বনেতাদের সম্মানসূচক অভিব্যক্তিতে তারই প্রতিফলন ঘটেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১৭:০২ Asia/Dhaka
  • জি২০ সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতি মনোযোগ কেড়েছে বিশ্বনেতাদের : কাদের

বিশ্বনেতারা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে একথা জানিয়েছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,সফলভাবে রাষ্ট্র পরিচালনায় অসাধারণ যোগ্যতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বনেতাদের সম্মানসূচক অভিব্যক্তিতে তারই প্রতিফলন ঘটেছে।

আজ সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিবৃতিতে ওবায়দুল কাদের আরো  বলেন,বিএনপির নেতারা লাগাতারভাবে তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছে।একইসঙ্গে তারা বিদেশি প্রতিনিধি এবং সংস্থাগুলোর কাছে, বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন,শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই নয়,অন্য বিশ্বনেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে উষ্ণ মনোভাব নিয়ে কুশল বিনিময় করেছেন,যার ছবি ও সংবাদ ইতোমধ্যে পণমাধ্যমে প্রকাশিত হয়েছে।এর ফলে দেশের ভাবমূর্তি বিশ্বদরবারে আরো উজ্বল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জগদ্দল পাথরের মতো জাতির ওপর চেপে বসে । তাই সকল রাজনৈতিক দল এক হয়ে, ফ্যাসিবাদকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আয়োজিত আলোচনা সভায়, তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক উল্লেখ করে মানবকল্যাণে নিয়োজিত তার জীবনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি মহাসচিব। এসময় দেশ ও জাতিকে রক্ষায় তরুণদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। পাশাপাশি সুনিশ্চিত বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।