‘রেডিও তেহরান সত্য,বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় বদ্ধপরিকর’
https://parstoday.ir/bn/news/bangladesh-i128176-রেডিও_তেহরান_সত্য_বস্তুনিষ্ঠ_ও_নিরপেক্ষ_সংবাদ_পরিবেশনায়_বদ্ধপরিকর’
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ২৩:০৩ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভায় উপিস্থত শ্রোতা-ক্লাবের সদস্যবৃন্দ
    আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভায় উপিস্থত শ্রোতা-ক্লাবের সদস্যবৃন্দ

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার) সকাল ১১টা শহরের একটি হোটেলে পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লালমনিরহাট জেলার আদিতমারী থেকে আগত মহিলাবিষয়ক সম্পাদক নুরজাহান আক্তার সুমি। অনুষ্ঠানে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান ক্লাবের ত্রৈমাসিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং রেডিও তেহরানের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বিভিন্ন আন্তর্জাতিক বেতারের সঙ্গে রেডিও তেহরান বাংলা’র তুলনা করতে গিয়ে বলেন, পাশ্চাত্যের গণমাধ্যমগুলো একপেশে সংবাদ প্রচার করলেও রেডিও তেহরান সবসময়ই সত্য,বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় বদ্ধপরিকর। রেডিও তেহরান নিরপেক্ষ ও তথ্যমূলক সংবাদ পরিবেশন করলেও এখনও অনেক মানুষের কাছেই তা অজানা। তাই সময় এসেছে রেডিও তেহরানের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের বিষয়টি সাধারণ শ্রোতা ও জনসাধারণের নিকট পৌঁছে দেয়া। এ বিষয়ে তিনি ক্লাব সদস্যদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভার একটি দৃশ্য

ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান আরও বলেন, “রেডিও তেহরান কর্তৃপক্ষ শ্রোতাদের চাহিদা পূরণে সদা সচেষ্ট। এক্ষেত্রে আমাদের করণীয় হলো সত্যের ধারক ও বাহক হিসেবে রেডিও তেহরান বাংলার অনুষ্ঠান নিয়মিত শোনা এবং শ্রোতা ও পাঠক সংখ্যা বৃদ্ধি করা। যেকেউ একাধারে সাত দিন রেডিও তেহরানের অনুষ্ঠান শুনলে তিনি রেডিও তেহরানের প্রেমে পড়ে যাবেন। তাই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যেন নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি এবং নিয়মিত অনুষ্ঠানের উপর সুন্দর মতামত ও গঠনমূলক সমালোচনা পাঠিয়ে আরও সুন্দর অনুষ্ঠান তৈরিতে সহযোগিতা করি।”

ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস মাস্টার তাঁর বক্তব্যে রেডিও তেহরানের বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর তিনি ত্রৈমাসিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি, আগামী শীত মৌসুমে গরীব-অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি, শ্রোতাদের মাঝে উৎসাহ প্রদানের লক্ষ্য রেডিও তেহরানের বিভিন্ন কুইজের কথা উল্লেখ করেন। এছাড়া তিনি রেডিও তেহরানের প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে অক্টোবর-ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সর্বোচ্চ অংশগ্রহণকারীদের মধ্যে ৩ থেকে ৫ জনকে নিজস্ব তহবিল থেকে পুরস্কার প্রদানের ঘোষণা দেন।

উপস্থিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোসেন আবেদ আলী,কাইফুল ইসলাম বাঁধন, গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, শবনম মুস্তারী কুইন, শায়লা ফারজানা, রশিদুল আলম, মিনহাজুল ইসলাম তারেক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রেডিও তেহরান সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেন। সেইসাথে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানগুলো রংপুর অঞ্চলের মানুষ যেন অ্যাপস কিংবা এফএম ব্যান্ডের মাধ্যমে শুনতে পারেন সেজন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।