বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i129496-বর্তমান_সরকার_উন্নয়নের_পাশাপাশি_নারীর_অধিকার_প্রতিষ্ঠা_করেছে_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশকে ধংসে পরিণত করেছিল আর আওয়ামী লীগ সরকারে এসে উন্নয়নের পাশাপাশি, নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১৮:৪৩ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশকে ধংসে পরিণত করেছিল আর আওয়ামী লীগ সরকারে এসে উন্নয়নের পাশাপাশি, নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে।  

আজ (মঙ্গলবার) সকালে গণভবনে নারী উদ্যোক্তা এবং আওয়ামী লীগের নারী নেত্রীদের সমাবেশে একথা বলেন। এসময় দেশের উন্নয়ন আগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নারী সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান।

সকালে রাজধানীর ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশনের নবনির্মিত টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নারীদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল ঘুরে দেখেন তিনি।

জয়িতা ভবন উদ্বোধন শেষে, গণভবনে নারী উদ্যোক্তা এবং সারাদেশ থেকে আসা নারী নেত্রীদের নিয়ে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের কোন সরকার নারীদের নিয়ে কাজ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই নারীর ক্ষমতায়ন হয়েছে। এসময় ফিলিস্তিনের ওপর ইসরাইলি হামলার কথা তুলে ধরে, যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।