দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
সুষ্ঠু নির্বাচন না হলে দুর্যোগের শঙ্কা বিশিষ্টজনদের: সমঝোতার তাগিদ
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে নাকি দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, তা নিয়ে ক্ষমতাসীন সরকারি দলের সাথে বিরোধী রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সৃষ্টি হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাদের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। অন্যদিকে বিএনপিসহ অধিকাংশ বিরোধী দল দাবি করে আসছে বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা একদমই নেই, বরং নির্বাচনে কারচুপি করে ক্ষমতাসীনরা আবারও রাষ্ট্রক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করবে বিধায় জনগণ যাতে ভয়মুক্ত পরিবেশে তাদের পছন্দের রাজনৈতিক দল ও পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য একটি দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় বৃহৎ বিরোধী দল বিএনপি ও তার জোট। দীর্ঘসময় ধরে আন্দোলন করে আসছে এবং তাদের দাবি আদায়ের জন্য অনড়ভাবে আন্দোলন করে চলেছে। এখনো পর্যন্ত সরকার ও বিরোধী দলগুলো নিজেদের অবস্থানে অটল থাকায় সরকার ও সরকারি দলের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পর্ক সংঘাতপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা তীব্রতর হয়েছে বলে মনে করছেন রাজনীতি সচেতন মানুষেরা।
সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, উভয়পক্ষের এই অনড় অবস্থানের কারণে রাজনীতি, গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন, জনগণের শাসক ও প্রতিনিধি নির্বাচনের মৌলিক অধিকার অনিশ্চিত অবস্থায় পড়তে পারে। পাশাপাশি জনজীবনেও দুর্যোগ-দুর্ভোগ নেমে আসতে পারে। তাই দেশ, জাতি ও জনস্বার্থেই রাজনৈতিক সংকটের একটি সুষ্ঠু সমাধান খুঁজে বের করতে হবে সরকার ও রাজনৈতিক দলগুলোকে এবং অবশ্যই নির্বাচন অনুষ্ঠান নিয়ে সৃষ্ট সংকট সমাধান করে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য মূল দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলকেই নিতে হবে এবং বিরোধী দলগুলোকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে, গণতান্ত্রিক শাসনে এটাই রীতি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশটিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন বিদ্যমান, যদিও বাস্তবতা নিয়ে ভিন্ন মত রয়েছে। যেহেতু দেশটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেহেতু গণতন্ত্রের মৌলিক আদর্শ ও নীতিগুলো মেনে চলাও বাধ্যকর। তাই প্রধান রাজনৈতিকদলগুলোকেই মূলত এ সংকট সমাধানে ঐক্যমতের স্থানে আসতে হবে।#
পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২৬