নভেম্বর ১৭, ২০২৩ ২০:০৪ Asia/Dhaka

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশ জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে বিক্রেতারা পণ্যের পসরা সাজিয়ে বসলেও দেখা নেই ক্রেতার। এতে কমেছে মাছ, সবজি ও মুরগির দাম।

এদিকে, টানা অবরোধে অস্থির নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে।সপ্তাহের ব্যবধানে শাকসবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে কিছুটা খুশি নিম্নআয়ের মানুষ। তবে বেড়েছে নতুন আলু,পেঁয়াজ ও টমেটোর দাম।আর অপরিবর্তিত রয়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, বিএনপি ও সমমনাদের টানা অবরোধ-হরতালের প্রভাব এখনো রয়েছে নিত্যপণ্যের বাজারে।তবে শীতের শুরুতে শাক সবজির দাম কিছুটা কমেছে, তবে কিছু সবজিওর দাম এখনও সাধারন মানুষের নাগালের বাইরে। বেড়েছে,নতুন আলু, পেঁয়াজ, টমেটোর দাম। নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা,ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা বেড়ে ১০০ টাকা আর দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কেজি প্রতি টমেটোর দাম বেড়েছে ২০ টাকা। এছাড়া, অপরিবর্তিত রয়েছে, চিনি, চাল,ডাল,তেল ও মাংসের দাম।বাজার পরিস্থিতি সহনীয় রাখতে কঠোর নজরদারীর তাগিদ ভোক্তাদের।

নিত্যপণ্যের বাজার নিয়ে প্রায় প্রতিটি সময়ে এমন অনিয়ন্ত্রিত অবস্থারও কঠোর সমালোচনা ভোক্তাদের। সিন্ডিকেট মুক্তবাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের নীতি নির্ধারণী মহলকে আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দিলেন ক্রেতাসাধারণ। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ