মনোনয়নপত্র দাখিলের সময় শেষ, তফসিল পুনঃর্নির্ধারণের সুযোগ নেই: ইসি সচিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i131492
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন অনেকে। আচরণবিধি নিয়ে কড়া অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। সরকারী ও বিরোধীদলসহ একাধিক মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রার্থীদের শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ৩০, ২০২৩ ১৮:৩৭ Asia/Dhaka
  • নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমG
    নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমG

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন অনেকে। আচরণবিধি নিয়ে কড়া অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। সরকারী ও বিরোধীদলসহ একাধিক মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রার্থীদের শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। এখন আর তফসিল পুনঃর্নির্ধারণের কোনো সুযোগ নেই।

গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের দিনেই গাড়িবহর নিয়ে শোডাউন করায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচন কমিশন। এছাড়া, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ইসি। শুক্রবার বিকেলে তাদের নিজ নিজ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীর উপস্থিত হয়ে,শোকজের জবাব দিতে বলা হয়েছে।#

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।