লুটেরাদের একক নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহ্বান রিজভীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i132772-লুটেরাদের_একক_নির্বাচন_বর্জন_করতে_জনগণের_প্রতি_আহ্বান_রিজভীর
সকল দলের অংশগ্রহণ ছাড়া একতরফার নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে ও লুটেরাদের বিরুদ্ধে জনগণকে অবস্থান নিতে হবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৩ ১৩:১৮ Asia/Dhaka
  • লুটেরাদের একক নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহ্বান রিজভীর

সকল দলের অংশগ্রহণ ছাড়া একতরফার নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে ও লুটেরাদের বিরুদ্ধে জনগণকে অবস্থান নিতে হবে।

আজ রোববার রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, ‘ডামি নির্বাচন‘ বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সবাইকে মাঠে নামতে হবে। তিনি আরো বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে। জনগণের সম্পদ লুট করে আজকে তারা নিজেদের সম্পদশালী করেছে। বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সে জন্য নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে ক্ষমতাসীন সরকার। সুতরাং একতরফা ভোট বর্জন করে খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিতে জনগণকে আহ্বান জানান রিজভী। 

রিজভী বলেন, এ হচ্ছে নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ? কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্ত-বৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।