সুষ্ঠু নির্বাচন না হলে বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কা ইসি আনিছুর রহমানের
https://parstoday.ir/bn/news/bangladesh-i132862-সুষ্ঠু_নির্বাচন_না_হলে_বিচ্ছিন্ন_হয়ে_পড়ার_শঙ্কা_ইসি_আনিছুর_রহমানের
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। কারণ সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ  বিচ্ছিন্ন হয়ে যেতে পরতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন তিনি। 
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০২, ২০২৪ ১৮:১৬ Asia/Dhaka
  • নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান
    নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। কারণ সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ  বিচ্ছিন্ন হয়ে যেতে পরতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেটকারের ওপর নিষেধাজ্ঞা থাকবে না। অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশকিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

জননিরাপত্তা বিভাগের সচিব বলেন, এবার আমরা নির্বাচন কমিশনারের মতামত নিয়ে যানবাহন চলাচলের ওপর এরআগে যে সব কঠোরতা ছিল সেটা শিথিল করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটি যানবাহন প্রয়োজন হয়। যে সমস্ত যানবাহনগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয় সেগুলোর চলাচলের বৈধতা দেওয়া হয়েছে।এই সংক্রান্ত সার্কুলারও দ্রুত পাওয়া যাবে বলে জানান তিনি। এক্সিকিউটিভ (নির্বাহী) মেজিস্ট্রেটদের উদ্দেশ্য করে তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় কোনো ছবি তুলবেন না। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। মাঠ পর্যায়ে সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। এছাড়া অস্ত্র আইনের বিধান অনুযায়ী লাইসেন্সধারী কোনো ব্যক্তি যেকোন ধরনের অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।এর আগে ৩১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল— ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। #

 

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন