তারেকের নির্দেশে বোমা হামলার আশংকা রয়েছে- কাদের; আলোচনায় বসার তাগিদ ড. মঈনের
(last modified Thu, 04 Jan 2024 10:10:20 GMT )
জানুয়ারি ০৪, ২০২৪ ১৬:১০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের-ড. আব্দুল মঈন খান
    ওবায়দুল কাদের-ড. আব্দুল মঈন খান

বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোন পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা কোন বিদেশি শক্তির হুমকি ধমকির পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন দেশের জনগণকে।

ওবায়দুল কাদের বলেন, ভালো লোকেরা নির্বাচিত হলে দেশ ভালো চলবে, না হলে দু:শাসন অনিবার্য। তিনি আরো বলেন, আতঙ্ক সৃষ্টি করতে বোমা হামলার নির্দেশ দিয়েছে তারেক রহমান। তাই  বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। 

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জোর করে জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে  আনছে সরকার। 

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে বৃহস্পতিবার সকালে  উত্তরা রাজউক মডেল কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে এ কথা বলেন তিনি। রিজভী আরো বলেন, পাতানো নির্বাচন করে, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা বেশী দিন ধরে রাখতে পারবেনা ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এখনো সময় আছে তাই সরকারকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ শেষে  তিনি এ অনুরোধ জানান।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।