টিআইবিকে সরকার বিরোধী ও বিএনপির দালাল বললেন ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i133486-টিআইবিকে_সরকার_বিরোধী_ও_বিএনপির_দালাল_বললেন_ওবায়দুল_কাদের
টিআইবি, সরকার বিরোধী, তাদেরকে বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৪ ১৮:১৫ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

টিআইবি, সরকার বিরোধী, তাদেরকে বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

টিআইবি, সরকার বিরোধী, তাদেরকে বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী লীগের এ শীর্ষ নেতা আরো বলেন, টিআইবির প্রত্যেকটা কথা একপেশে। গবেষণা নিয়ে কাজ করলেও তাদের গবেষণায় কোনো নিরপেক্ষতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক দেবে কি-না এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, দলের স্থানীয় প্রতিনিধি মনোনয়ন বোর্ডে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কাদের বলেন, টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা কী-দেশবাসী দেখেছে।

বাংলাদেশে গণতন্ত্র অপরিহার্য কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যাওয়া, ক্ষমতা থেকে সরে যাওয়া-এই পদ্ধতির নাম পলিটিক্স। পলিটিক্স কীভাবে পরিচালিত হবে এর উত্তম ব্যবস্থা-বিশ্বস্বীকৃত গণতন্ত্র। কাজেই এর কোনও বিকল্প নেই।#

পার্সটুডে/বাদশা রহমান/এমবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।