দ্বাদশ সংসদ তথাকথিত, বিরোধীদলও সাজানো, মন্তব্য রিজভীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i133936-দ্বাদশ_সংসদ_তথাকথিত_বিরোধীদলও_সাজানো_মন্তব্য_রিজভীর
দ্বাদশ সংসদকে তথাকথিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এ সংসদ জনগণের নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৪ ২০:২৮ Asia/Dhaka
  • দ্বাদশ সংসদ তথাকথিত, বিরোধীদলও সাজানো, মন্তব্য রিজভীর

দ্বাদশ সংসদকে তথাকথিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এ সংসদ জনগণের নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বর্তমান সংসদের সব সদস্যই এক দলের। বিরোধী দল কারা হবে, তারা কে কি বলবে কি করবে, স্বতন্ত্র লীগের ভূমিকা কি হবে সবকিছুই পুতুল খেলার মতো সাজানো। অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী পরিষদের মানববন্ধনে অংশ নিয়ে, বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,পুলিশের লাঠি দিয়ে জনগণকে বেশিদিন দমিয়ে রাখা যাবে না। এর আগে রাজধানীসহ সারা দেশে কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।#

পার্সটুডে/বাদশাহ রহমান/বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।