'দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই প্রধান লক্ষ্য, নির্বাচন ঘিরে বিএনপির প্রতিক্রিয়ায় সরকার বিচলিত নয়'
(last modified Fri, 02 Feb 2024 12:40:11 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৮:৪০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'নির্বাচনকে ঘিরে বিএনপি কী প্রতিক্রিয়া দেখাল তা নিয়ে বিচলিত নয় সরকার। এখন মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।'  

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কাদের জানান, বিশ্বব্যাপী যুদ্ধের কারণে সব দেশেই মন্দা দেখা দিয়েছে। তাই আওয়ামী লীগ সরকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে, বেশি ব্যস্ত রয়েছে।

তিনি বলেন, অস্থিরতার মধ্যেও জনগণের কোথাও হাহাকার নেই। জনগণের পক্ষ থেকে কোনো বিক্ষুব্ধ পরিস্থিতি দেখা যায়নি। সবাই স্বাভাবিক জীবন যাপন করছে। আমাদের দায়িত্ব যেটা আমরা সেটা পালন করছি। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে যে বক্তব্য জনগণের কথা ছিল, সেটা বাস্তবায়নে মাথা ঘামাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়কে ডেকে পরামর্শ দিচ্ছেন, কর্ম পরিকল্পনা দিচ্ছেন। কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। কথা বেশি না বলে কাজ করার জন্য দায়িত্বশীল সবাইকে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২