যেকোনো মূল্যে নাবিকদের সুস্থভাবে ফেরাতে বদ্ধপরিকর বাংলাদেশ সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i135578-যেকোনো_মূল্যে_নাবিকদের_সুস্থভাবে_ফেরাতে_বদ্ধপরিকর_বাংলাদেশ_সরকার
জলদস্যুর কবল থেকে বাংলাদেশি জাহাজের নাবিকদের যেকোনো মূল্যে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর, বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৩, ২০২৪ ২০:২৫ Asia/Dhaka
  • যেকোনো মূল্যে নাবিকদের সুস্থভাবে ফেরাতে বদ্ধপরিকর বাংলাদেশ সরকার

জলদস্যুর কবল থেকে বাংলাদেশি জাহাজের নাবিকদের যেকোনো মূল্যে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর, বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাহাজটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা না গেলেও, তৃতীয়পক্ষের মধ্যস্থতায় যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশি নাবিকদের নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক সচেষ্ট সরকার।

মঙ্গলবার সোমালিয়া উপকূলে থেকে ৬শ’ নটিক্যাল মাইল দূরে সাগরের মাঝে বাংলাদেশি জাহাজ দখলে নেয় সোমালি জলদস্যুরা। এমভি আব্দুল্লাহ নামের ঐ জাহাজের ২৩ নাবিকে জিম্মি করে, পরে জলদস্যুরা জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যায়।

জানা গেছে, সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অব ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে। নাবিকরা কয়েকটি ভিডিও ফুটেজ ও বার্তা পাঠালে, তাদের মুঠোফোন জব্দ করে নেয়া হয়। জিম্মি নাবিকদের ছাড়তে মুক্তিপণ চেয়েছে সোমালিয় জলদস্যুরা।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশি নাবিকদের উদ্ধারের বিষয়টি অগ্রাধিকারভাবে দেখছে সরকার।

এদিকে, বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার সবরকম তৎপরতা চালাচ্ছে। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদস্য ভারতসহ অন্য দেশের সহযোগিতা নেয়ার জন্য কথা হয়েছে বলে জানান নৌ প্রতিমন্ত্রী।

৯এদিকে, উদ্বিগ্ন অবস্থায় জিম্মি নাবিকদের পরিবারের স্বজনরা।  জাহাজের সেকেন্ড ইন কমান্ড খুলনার বাসিন্দা ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের মা বলছেন যে কোন ভাবে দ্রুত তার সন্তানসহ জিম্মিদের উদ্ধার করা হোক। #

পার্সটুডে/বাদশাহ রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।