পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৩ সেনাসদস্য
https://parstoday.ir/bn/news/bangladesh-i136148
মিয়ানমার সেনাবাহিনীর আরও তিন সদস্য পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ৩০, ২০২৪ ১৬:৫৯ Asia/Dhaka
  • পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৩ সেনাসদস্য

মিয়ানমার সেনাবাহিনীর আরও তিন সদস্য পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছেন।

আজ (শনিবার) ভোর পাঁচটার দিকে সশস্ত্র অবস্থায় তারা কোনারপাড়ার সীমান্ত দিয়ে ঢুকে প্রথমে এক বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন তাঁদের পাশের বিজিবি সীমান্তচৌকির হাতে তুলে দেন।

বিজিবির কক্সবাজার সেক্টর ও রিজিয়নের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রাথমিকভাবে তাদের থেকে জানা গেছে, রাখাইন রাজ্যের বিদ্রোহী আরাকান আর্মি উত্তর মংডুর মেইদেন এলাকায় তাঁদের ক্যাম্পে আক্রমণ চালিয়ে ক্যাম্পের অধিকাংশ সদস্যকে হত্যা করেছে। তারা তিনজন কোনোমতে পালিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

এর আগে ১১ মার্চ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও শুল্ক বিভাগের ১৭৭ সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেন। তাঁদের এখন নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর এলাকায় রাখা হয়েছে।  তার আগে আসা ৩৩০ সদস্যকে ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সীমান্তচৌকিগুলো বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে।#

পার্সটুডে/জিএআর/৩০