জিম্মি ২৩ নাবিককে খুব শিগগিরি মুক্ত করা সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i136380-জিম্মি_২৩_নাবিককে_খুব_শিগগিরি_মুক্ত_করা_সম্ভব_পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন সোমালিয়ায় জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকদের উদ্ধারে সবধরনের প্রচেষ্টা চলছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২৪ ১৫:০৬ Asia/Dhaka
  • জিম্মি ২৩ নাবিককে খুব শিগগিরি মুক্ত করা সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন সোমালিয়ায় জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকদের উদ্ধারে সবধরনের প্রচেষ্টা চলছে।

হাইজ্যাকারদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছে। তাদের খাবার-দাবারেরও কোনো অসুবিধা নেই। আলোচনা অনেক দূর এগিয়েছে ফলে আমরা আশা করছি, সহসা তাদের মুক্ত করা সম্ভব হবে।

আজ (শনিবার) চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেন ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, এমভি আব্দুল্লাহর আশপাশে বিদেশি জাহাজও প্রস্তুত আছে। আলোচনার পাশাপাশি হাইজ্যাকারদের ওপর নানামুখি চাপও রয়েছে। আমরা আশা করছি, সহসা জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভব হবে। তবে দিনক্ষণ বলা সম্ভব নয়।

প্রসঙ্গত গত ১৩ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ বাংলাদেশি নাবিক। এখনো তারা জিম্মি হয়েছে আছেন।#

পার্সটুডে/জিএআর/৬