জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
জঙ্গি অর্থায়নে জড়িত থাকার দায়ে সিঙ্গাপুরে ৪ বাংলাদেশি শ্রমিককে দুই থেকে পাঁচ বছর মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গত এপ্রিলে তাদের গ্রেফতার করা হয় এবং ৩১ মে তারা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে নেন।
সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য ট্রেইটস টাইমসের অনলাইন সংস্করণে বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) অংশ হিসেবে তাদের ২৪ থেকে ৬০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিজানুর রহমানকে (৩১) ৬০ মাস বা পাঁচ বছর, ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদারকে (২৯) ২৪ মাস বা দুই বছর এবং রুবেল মিয়া (২৬), হাজি নুরুল ইসলাম সওদাগর ওরফে মো. জাবেদ কায়সারকে (৩১) ৩০ মাস বা আড়াই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে ।
জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন ও অর্থ সংগ্রহের অভিযোগে গত ৩১ মে তাদেরকে দোষী সাব্যস্ত করে সিঙ্গাপুরের আদালত। ওইদিন সকালে তারা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে নেন। তবে, দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯) নামের অপর দুই বাংলাদেশি জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
অপরাধ স্বীকার করে নেয়া বাংলাদেশিরা সিঙ্গাপুরের পুলিশের কাছে নিজেদের ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)’ নামে এক গোপন সংগঠনের সদস্য বলে দাবি করেছে। তারা পুলিশকে বলেছে, দেশে ফিরে সন্ত্রাসী হামলা চালানোরও পরিকল্পনা ছিল তাদের।
গত এপ্রিলে ওই ছয়জনের সঙ্গে সোহাগ ইব্রাহিম (২৭), শরিফুল ইসলাম (২৭) নামে আরও দুজনকে গ্রেফতার করে সিঙ্গাপুরের পুলিশ। তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আট বাংলাদেশিকে গ্রেফতারের খবর প্রকাশ করে মে মাসের শুরুতে।
দোষী সাব্যস্ত চার বাংলাদেশির মধ্যে মিজানুর এস-পাসধারী মাঝারি পর্যায়ের দক্ষ কর্মী, বাকিরা সবাই ওয়ার্ক পারমিটধারী আধাদক্ষ শ্রমিক।
তাদের গ্রেফতারের পর সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছিল, আটক ব্যক্তিদের কাছ থেকে ‘আক্রমণের লক্ষ্যবস্তু’ হিসেবে বাংলাদেশের কিছু সরকারি ও সামরিক কর্মকর্তার নামের তালিকা, অস্ত্র ব্যবহার ও বোমা তৈরির পদ্ধতিসংক্রান্ত দলিলপত্র এবং জঙ্গি বইপত্র পাওয়া গেছে। তারা সিরিয়া ও ইরাকে সক্রিয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে চায়। কিন্তু মধ্যপ্রাচ্যে যাওয়া কঠিন বলেই তারা বাংলাদেশে ফিরে গিয়ে সহিংস উপায়ে সরকার উৎখাতের মাধ্যমে দেশটিকে আইএসের স্বঘোষিত খিলাফতের অধীনে নেয়ার চেষ্টার ওপর গুরুত্ব দেয়।
এই গোষ্ঠীর অন্তত আরও দুজন সদস্য বাংলাদেশে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহহমান/৩১