‘মানিকগঞ্জের পবিত্র মাটিতে নরঘাতক মীর কাসেম আলীর ঠাঁই নেই’
https://parstoday.ir/bn/news/bangladesh-i19123-মানিকগঞ্জের_পবিত্র_মাটিতে_নরঘাতক_মীর_কাসেম_আলীর_ঠাঁই_নেই’
একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীকে তার নিজ জেলা মানিকগঞ্জে দাফন না করার দাবি জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৬ ০৫:৩১ Asia/Dhaka
  • মিছিলটি মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে
    মিছিলটি মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীকে তার নিজ জেলা মানিকগঞ্জে দাফন না করার দাবি জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার রাত সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন, সেক্টর কমান্ডার ফোরামের জেলার সভাপতি মঞ্জুর আহমেদ।

এদিকে হরিরামপুর উপজেলায় মীর কাসেম আলীর গ্রাম চালা'র পাশে দিয়াবাড়ি বাজারে শনিবার সন্ধ্যা থেকে কয়েক দফায় বিক্ষোভ করেন স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধারা। তারা বলেন, মানিকগঞ্জের পবিত্র মাটিতে নরঘাতক মীর কাসেম আলীর ঠাঁই নেই।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪