বাংলাদেশ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, নেপাল গেল মেডিকেল টিম
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ (বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক দিবসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
গতকাল (বুধবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় একদিনের শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে আদেশ জারি করা হয়। এছাড়া শুক্রবার মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুতে গেছে সরকারি মেডিকেল টিম। বিএস২১১ ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য এবং চিকিৎসাধীন রোগীদের দেখতে ও তাদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সেখানে গেল এ মেডিকেল টিম।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফুর কাদের লেলিনের নেতৃত্বে এ টিমে রয়েছেন সাত চিকিৎসক ও দুইজন সিআইডি কর্মকর্তা।
টিমে রয়েছেন- ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তিনজন, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দুজন ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) দুজন।
১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিএস২১১ নম্বর ফ্লাইট বিধ্বস্ত হয়ে নিহত হন ২৬ বাংলাদেশিসহ ৫১ জন। এ দুর্ঘটনায় আহত হয়ে ১০ বাংলাদেশি নেপালের তিন হাসপাতালে চিকিৎসাধীন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫