নভেম্বর ১৮, ২০১৯ ১৯:০৫ Asia/Dhaka
  • দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫০ থেকে ৭০ টাকা কমেছে

বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক অঙ্গনে ঝড় সৃষ্টি করে এবং ভোক্তাদের নাভিশ্বাস তুলে ২৫০ টাকা কেজি পেঁয়াজের দাম অবশেষে নিম্নমুখী হয়েছে।

আজ (সোমবার) ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে কেজিতে ৫০ থেকে ৭০ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। একই সঙ্গে কমেছে আমদানি করা পেঁয়াজের দামও। তবে খুচরা বাজারে এখনো ২০০ টাকায় কাছাকাছি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

ব্যবসায়ীরা বলছেন- চড়া দামের কারণে ঘরে ঘরে এখন পেঁয়াজের ব্যবহার কমে গেছে। এতে বাজারগুলোতে ক্রেতার সংখ্যা অনেক কম। তাছাড়া বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা এবং আমদানি করা পেঁয়াজের সরবরাহ আসার খবরে মূল্য পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বাজার পর্যবেক্ষণকারীরা।

পাইকারি আড়তদাররা বলেছেন, তিন কারণে পাইকারি বাজারে কমেছে পেঁয়াজের দাম। এক. বিমানে করে পেঁয়াজ আসছে। দুই. ৫০ হাজার টন পেঁয়াজ ইতোমধ্যে চলে এসেছে চট্টগ্রামে। তিন. ভোক্তারা পেঁয়াজ খাওয়াই কমিয়ে দিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিকারক প্রতিবেশী দেশ ভারত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবার পরই পরই অস্থির হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার। ৩০-৪০ টাকা কেজি দরের পেঁয়াজ লাফিয়ে লাফিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে   ৬০ থেকে ৭০ টাকার পৌঁছে। চলতি মাসে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের পর হঠাৎ করেই আবার দাম বাড়তে থাকে। দুই দিনের মধ্যে ১২০ থেকে ১৫০ টাকা কেজির পেঁয়াজ বেড়ে ২০০ টাকার ওপরে উঠে যায়। খুব দ্রুতই দাম আড়াই শ টাকার কাছাকাছি চলে আসে। ইতোমধ্যে বেশী দামের আশায় দেশি পেঁয়াজ আগাম তুলে এনে বাজারে বিক্রি করা শুরু হলে গতকাল রোববার থেকে পেঁয়াজের দর কিছুটা কমে আসতে থাকে।

ওদিকে, পেঁয়াজের খোঁজে নতুন নতুন দেশে ধরনা দিচ্ছেন ব্যবসায়ীরা। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের পর এবার ইউরোপের চার দেশ থেকে আনা হচ্ছে পেঁয়াজ। এসব দেশ হলো নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইউক্রেন ও স্লোভাকিয়া। এই চার দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি অনুমতি দেয়া হয়েছে ব্যবসায়ীদের।

নেদারল্যান্ডসের রটারড্যাম ও বেলজিয়ামের এন্টওয়ার্প বন্দর থেকে কনটেইনারবাহী বড় জাহাজে এসব পেঁয়াজ প্রথমে আনা হবে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে। এরপর সেখান থেকে ছোট জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আনা হবে। দেশ দুটি থেকে পেঁয়াজ আমদানিতে সমুদ্রপথে ১৪ হাজার ৮৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এ হিসাবে আগামী মাসে ইউরোপের দেশ থেকে আমদানি করা পেঁয়াজ দেশে এসে পৌঁছাবে। #

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

 

ট্যাগ