জন্মদিনের অনুষ্ঠানে মদ খেয়ে ৩ বন্ধুর করুণ মৃত্যু, আরও ৩ জন অসুস্থ
https://parstoday.ir/bn/news/bangladesh-i75896-জন্মদিনের_অনুষ্ঠানে_মদ_খেয়ে_৩_বন্ধুর_করুণ_মৃত্যু_আরও_৩_জন_অসুস্থ
বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন বন্ধু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৯ ০০:৫৪ Asia/Dhaka
  • জন্মদিনের অনুষ্ঠানে মদ খেয়ে ৩ বন্ধুর করুণ মৃত্যু, আরও ৩ জন অসুস্থ

বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন বন্ধু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন, জাহিদুল রহমান সাজিদ, ফাহিম হোসেন ও পাভেল হোসেন। মৃত সাজিদ বিকেএসপির বাস্কেটবল খেলোয়াড় ও কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মৃত সফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও মৃত সাজিদের সহপাঠীরা জানান, বন্ধু ফাহিমের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে প্রায় ১০/১২ জন বন্ধু মিলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কেক কাটার আয়োজন করে। সেখানে কেক ও বিরিয়ানি খাবার পর ছয় বন্ধু মদ পান করে। এর কিছুক্ষণ পরে গুরুত্বর অসুস্থ হলে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার কিছু আগে সাজিদ এবং তারপর ফাহিম ও রাত সাড়ে ৭টার দিকে পাভেল হোসেন মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, দুপুরের পরে ছয়  জন এক সঙ্গে হাসপাতালে আসে, তাদের মধ্যে তিনজন মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

মদ বিক্রেতাকে আটক করা হয়েছে।

ইসলাম ধর্মে মদকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আধুনিক বিজ্ঞানও বলছে, মদ পানের কোনো উপকারী দিক নেই।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।