বাংলাদেশে হযরত ফাতেমা (সা.আ.)-এর জন্মবার্ষিকী পালিত
-
খুলনার অনুষ্ঠিত আলোচনা সভায় ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ হাসান সেহাতসহ অতিথিবৃন্দ
বাংলাদেশের যশোর, খুলনা, নড়াইলসহ বিভিন্ন স্থানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী, নবীনন্দিনী হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় খুলনার আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ হাসান সেহাত। তাঁর বক্তব্য বাংলায় অনুবাদ করেন ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা সাইদুল ইসলাম। খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোটেক মো জাকির হোসেন, ভারতের হুজ্জাতুল ইসলাম মাওলানা মনীর এবং পশ্চিমবঙ্গের 'সত্যের পথে' ইসলামি পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদসহ অনেকে।

এদিকে, যশোরে ইনকিলাবে মেহেদী মিশনের উদ্যোগে নারীকুলের শিরোমণি জান্নাত নেত্রী মা ফাতেমা (সা.আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনকিলাবে মেহেদী মিশনের প্রতিষ্ঠানের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথিবৃন্দ মা ফাতিমার জীবনীর ওপর আলোকপাত করেন এবং সব শেষে দোয়া ও তাবারক বিতরণ করা হয়।

এছাড়া যশোর জেলার শার্শা উপজেলার নাভারন উলাশী গ্রামের একটি মসজিদে মা ফাতেমা (সা)-এর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন শিয়া মুসলিম কমিউনিটি আঞ্চলিক প্রধান মোঃ ইকবাল হোসেন শান্তি। এছাড়া বক্তব্য রাখেন জনাব মাষ্টার আয়ুব হোসেন, মোঃ আমির হামজা। অনুষ্ঠানে মা ফাতেমাকে নিবেদিত গজল পরিবেশন করেন সৈয়দ জাওয়াদ হোসেন ও মোহাম্মাদ আলী।

বিভিন্ন উপজেলার ১০টি মসজিদ, ৩টি ইমাম বাড়ি এবং দূর দূরান্ত থেকে আসা নারী-পুরুষের উপস্থিতিতে এক বিশাল আনন্দঘন অনুষ্ঠান উদযাপিত হয়। পরে 'বিশ্ব নারী দিবস'-এর একটি মিছিলও বের করা হয়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর নব্যুয়ত লাভের পাঁচ বছর পর আজকের এই দিনে অর্থাৎ ২০ জমাদিউসসানি উম্মুল মোমেনীন হযরত খাদিজার গৃহ আলোকিত করে পৃথিবীতে আগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী হযরত ফাতিমাতুয যাহরা সালামুল্লাহি আলাইহা। #
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।