বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তকরণ কিট তৈরি করল গণস্বাস্থ্য কেন্দ্র
https://parstoday.ir/bn/news/bangladesh-i78362-বাংলাদেশে_করোনাভাইরাস_শনাক্তকরণ_কিট_তৈরি_করল_গণস্বাস্থ্য_কেন্দ্র
বাংলাদেশের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র করোনাভাইরাস শনাক্তকরণ কিট উদ্ভাবনের দাবি করেছে। আজ (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ গবেষকদের একটি টিম এটি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে এবং এ কিট অনুমোদনের জন্য তারা বাংলাদেশের ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে। অনুমোদন পেলে তারা ২-৩ সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করতে পারবে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মার্চ ১৭, ২০২০ ২০:৫৫ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তকরণ কিট তৈরি করল গণস্বাস্থ্য কেন্দ্র

বাংলাদেশের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র করোনাভাইরাস শনাক্তকরণ কিট উদ্ভাবনের দাবি করেছে। আজ (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ গবেষকদের একটি টিম এটি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে এবং এ কিট অনুমোদনের জন্য তারা বাংলাদেশের ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে। অনুমোদন পেলে তারা ২-৩ সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করতে পারবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী রেডিও তেহরানকে জানান, তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ পরীক্ষার মতো সহজেই করোনা শনাক্ত করা  যাবে। গণস্বাস্থ্যের এ টেস্টিং কিট পাইকারি দামে প্রতিটি ২০০ টাকায় বিক্রি করা যাবে। তবে সরকারকে নির্ধারণ করে দিতে হবে যাতে এটি ব্যবহারকারীদের পর্যায়ে ৩০০ টাকার বেশি না পড়ে।  

আরও দুজন করোনায় আক্রান্ত

এদিকে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও দু’জন বেড়ে দাড়িয়েছে দশজনে। রাজধানীর মহাখালীতে ‌আজ দুপুর ১২টার দিকে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

এ সময় বিদেশ থেকে ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার পাশাপাশি  তাদের পরিবারের মধ্যেও সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা

ঢাকার ২৫ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা

এদিকে, করোনাভাইরাস থেকে বাঁচতে ঢাকার ২৫ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং প্যানেল মেয়র জামাল মোস্তফা গুলশান-২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিমানের ফ্লাইট বন্ধ

কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত এবং ওমানের পর এবার মালয়েশিয়ায় বন্ধ হলো বিমানের সকল  ফ্লাইট।

এর মাধ্যমে মূলত বুধবার (১৮ মার্চ) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মালয়েশিয়ায় বিমানের আর কোনো ফ্লাইট চলাচল করবে না।

কুয়ালালামপুরগামী বিমানের মঙ্গলবারের শেষ ফ্লাইটের সময়সূচিও ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

ঢাকা থেকে বিমান যাত্রী ফেরত

এর আগে সোমবার (১৬ মার্চ) কাতার এয়ারওয়েজে ইউরোপ থেকে আসা ২৯৩ জনকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক।

আজ দুপুরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ২৯৩ জনের মধ্যে ৯৪ জন ইউরোপের বিভিন্ন দেশে ও ৬৮ জন ইতালি থেকে এসেছেন।

গতকাল যুক্তরাষ্ট্র ও আইভোরিকোস্ট থেকে আসা দুজনকে একই বিমানে ফেরত পাঠানো হয়েছে।

দেড় সহস্রাধিক হোম কোয়ারেন্টাইনে

সারাদেশে করোনা সতর্কতায় দেড় সহস্রাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ সংখ্যাও দিন দিন বাড়ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী মানিকগঞ্জে ৩২৭, ঝিনাইদহে ২৩৫, শরীয়তপুরে ২১০, চাঁদপুরে ১৭৪, মাদারীপুরে ১২৯ জন, কিশোরগঞ্জে ১৩৮, মৌলভীবাজারে ১১৩, নওগাঁয় ৮৮, রাজবাড়ীতে ৩১,  বরিশালে ২৬, নারায়ণগঞ্জে ২৩ সিরাজগঞ্জে ১৮, সাতক্ষীরায় ১৩, পটুয়াখালীতে ১৬, সুনামগঞ্জে ১০, বরগুনায় ৮, নেত্রকোনায় ৪ এবং  সিলেটে দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে না থাকায় জরিমানা

ওদিকে, মানিকগঞ্জের সাটুরিয়ায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় ইরাক প্রবাসী ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসী হলেন- সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্য রৌহা গ্রামের ফকির আলীর ছেলে মকবুল হোসেন।

গতকাল সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই অর্থদণ্ড ও জরিমানার টাকা আদায় করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মকবুল হোসেন গত ৬ মার্চ ইরাক থেকে দেশে ফেরেন। করোনা বিষয়ে তার ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি বাড়ির বাইরে ও আশপাশের বাজারে ঘুরে বেড়ান। গ্রাম পুলিশ ও স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে মকবুলকে এই জরিমানা করা হয়।

এর আগে, কোয়ারেন্টাইনে না থেকে জনসম্মুখে আসায় গত রোববার সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী লাল মিয়াকে (৪০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

হল খালির নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবা ইতিমধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায়  মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী‌দের হল ছাড়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছে বিশ্ববিদ‌্যালয় কর্তৃপক্ষ।  আজ রে‌জিস্ট্রার ড. মোহা. তৌ‌হিদুল ইসলা‌মের স্বাক্ষরিত নো‌টি‌শে এ নি‌র্দেশনা দেয়া হ‌য়।

সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত

শিক্ষা প্রতাষ্ঠানের পর এবার দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। চলচ্চিত্র প্রদর্শক  সমিতির  উপদেষ্টা মিয়া আলাউদ্দিন জানান, দেশের সব সিনেমা হল বন্ধ রাখার পক্ষে একমত হয়েছেন নেতারা। আগামী বুধবার থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে। তবে হল বন্ধের এই সময়সীমা দেশের করোনাভাইনাস পরিস্থিতির ওপর নির্ভর করে কমানো বা বাড়ানো হবে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।