তেহরানের বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ৫০তম স্বাধীনতা ও জাতীয় দিবস
https://parstoday.ir/bn/news/bangladesh-i78599-তেহরানের_বাংলাদেশ_দূতাবাসে_পালিত_হলো_৫০তম_স্বাধীনতা_ও_জাতীয়_দিবস
তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন: 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ  জাতিকে পরাধীনতার দাসত্ব থেকে মুক্ত হবার নির্দেশ দেন।'
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
মার্চ ২৬, ২০২০ ২১:২১ Asia/Dhaka
  • এএফএম গওসোল আযম সরকার
    এএফএম গওসোল আযম সরকার

তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন: 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ  জাতিকে পরাধীনতার দাসত্ব থেকে মুক্ত হবার নির্দেশ দেন।'

তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ তিনি একথা বলেন। এএফএম গওসোল আযম সরকার আরও বলেন: বঙ্গবন্ধুর যুগান্তকারী নেতৃত্বে সাড়া দিয়ে বাংলার আপামর জনগণ দীর্ঘ আন্দোলনের পরিক্রমায় ’৭১ এর সশস্ত্র সংগ্রামে নেমে অনেক ত্যাগ ও মূল্যের বিনিময়ে বিজয় অর্জন করেছে।

দূতালয় প্রধান মোঃ হুমায়ুন কবির

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীপাঠ করা হয়।

স্বাধীনতা দিবসের আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান জনাব মোঃ হুমায়ুন কবির এবং কমার্সিয়াল কাউন্সেলর জনাব মোঃ সবুর হোসেন। বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের ওপর আলোকপাত করেন এবং জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য বর্ণনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্বল্পপরিসরে অংশগ্রহণ করেন।

কমার্সিয়াল কাউন্সেলর মোঃ সবুর হোসেন

সবশেষে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, নিরাপত্তা ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।