বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৪৫৯ জন
জুলাই ১৯, ২০২০ ১৭:১৯ Asia/Dhaka
-
অধ্যাপক নাসিমা সুলতানা
বাংলাদেশে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ জনে।
এ সময় নতুন করে আরও ২ হাজার ৪৫৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।
আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ১১ হাজার ৬৪২ জনে।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এই তথ্য জানান।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৯
ট্যাগ