প্রতিক্রিয়া
মাদুরো: হিটলারের পর গাজায় সবচেয়ে নৃশংস গণহত্যা সংঘটিত হয়েছে
-
ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো
পার্স-টুডে: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট গাজায় ইহুদিবাদী অপরাধযজ্ঞ ও গণহত্যা অব্যাহত থাকায় ইহুদিবাদী এই দখলদার শক্তির তীব্র নিন্দা জানিয়েছেন।
ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো গত দুই বছরে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস ও পৈশাচিক অপরাধযজ্ঞ অব্যাহত থাকার কথা উল্লেখ করে এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন: অ্যাডলফ হিটলারের সময় থেকে মানবতার কাছে পরিচিত সবচেয়ে নৃশংস গণহত্যা এই অঞ্চলে সংঘটিত হয়েছে।
তিনি ফিলিস্তিনি জনগণের সাথে ভেনেজুয়েলার জাতি ও সরকারের পূর্ণ সংহতি ঘোষণা করেন এবং জোর দিয়ে বলেছেন, "এই জাতি আজ হোক বা কাল হোক বিজয়ী হবেই।"
ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক দুর্ভিক্ষের পাশাপাশি, প্রায় এক লাখ ফিলিস্তিনি শহীদ ও নিখোঁজ হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও আহত ও পঙ্গু হয়েছে এক লাখেরও বেশি ফিলিস্তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়কে অমান্য করে ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর প্রস্তাব এবং গণহত্যা প্রতিরোধ ও গাজা উপত্যকার বিপর্যয়কর মানবিক পরিস্থিতির উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে তেল আবিব গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধ চালিয়ে যাচ্ছে।
প্রায় ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি গণহত্যা, ক্রমবর্ধমান জবরদখল ও নানা ধরনের অবমাননা আর নৃশংস নির্যাতন ও কঠোর অবরোধের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে এক ঐতিহাসিক অভিযান শুরু করে। আল-আকসা তুফান নামের এই অভিযানে প্রায় এক হাজার ইসরায়েলি নিহত হয় ও বন্দি হয় প্রায় আড়াইশ দখলদার সেনা ও নাগরিক। এরপর ইসরায়েল গণহত্যা অভিযান জোরদার করে একই দিন থেকে। ইসরায়েল জাতিসংঘের নানা প্রস্তাব অমান্য করে ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল দখল করে রেখেছে যার মধ্যে রয়েছে মুসলমানদের প্রথম কিবলাসহ জেরুজালেম আলকুদস শহরটি। একইভাবে ইসরায়েল সিরিয়া ও লেবাননেরও বিস্তীর্ণ বহু অঞ্চল দখল করে রেখেছে। #
পার্স টুডে/এমএএইচ/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।