পল্লবী থানায় আইইডি বিস্ফোরণ: তদন্ত চলছে, জঙ্গি সংশ্লিষ্টতা নেই-ডিএমপি
(last modified Wed, 29 Jul 2020 14:44:33 GMT )
জুলাই ২৯, ২০২০ ২০:৪৪ Asia/Dhaka

বাংলাদেশে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে দেশব্যাপী সতর্কতা জারী’র দু-দিনের মধ্যে গতকাল ভোর রাতে রাজধানীর পল্লবী থানার অভ্যন্তরে এক বিস্ফোরণে পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হয়েছেন।

তবে পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

নিরাপত্তা ঝুঁকি বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা ঢাকার বিস্ফোরণকে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হিসেবে উল্লেখ করে আগামী ৩১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্টদের সাবধানে চলাফেরার পামর্শ দিয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর পল্টনে একটি বোমা বিস্ফোরণ এবং পরদিন গুলশানে একটি বোমা সদৃশ্য বস্তু  উদ্ধার হবার পর পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের পুলিশকে সতর্ক করে জানান হয়েছিল ‘বেঙ্গল উলিয়া’ নামে সংগঠিত জঙ্গিরা ইসলামি ষ্টেট নামের আন্তর্জাতিক গোষ্ঠির সহায়তায় বাংলাদেশের পুলিশ,ধর্মীয় স্থান বা কূটনৈতিক পাড়ায় সংগঠিত হামলা চালাতে পারে।

পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের আগে গতকাল বিকেলে স্বারাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান,ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ঠেকাতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ

পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি জানিয়েছেন,স্থানীয় একটি চক্র কোনো অপরাধ সংগঠনের চেষ্টা করছে।সেই সংবাদের ভিত্তিতে পুলিশ গত রাত ২টার দিকে কালশী কবরস্থান এলাকা থেকে  তিন জনকে গ্রেফতার করে। সেখান থেকে দু্টি আগ্নেয়াস্ত্র,গুলি এবং  ওয়েট মেশিনের মতো দেখতে একটি ডিভাইস উদ্ধার করা হয়। 

এ পুলিশ কর্মকর্তা জানান,ওজন মেশিনের মতো এ জিনিসটি কি হতে পারে বা এটি কেন তাদের কাছে থাকবে.. তা নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় রাতেই বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। এরইমধ্যে থানার ভেতর একটি বিস্ফোরণ ঘটে যায় এবং চার পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হন। ওজন মেশিনসদৃশ বস্তুটির ভেতরেই বিস্ফোরকগুলো ছিল।পরে আরও দুটি অবিস্ফোরিত এক্সপ্লোসিভ নিষ্ক্রিয় করা হয়।

এটা কোনো জঙ্গি হামলা পরিকল্পনার অংশ কি-না জানতে চাইলে কৃষ্ণপদ রায় বলেন,এখন পর্যন্ত প্রাথমিকভাবে মনে হচ্ছে,যাদের আমরা গ্রেফতার করেছি তারা কোনো জঙ্গি গ্রুপের সদস্য নয়। তারা কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সদস্য।

পুলিশের এই কর্মকর্তা জানান,গোয়েন্দা সংস্থা ও  কাউন্টার টেরোরিজম গ্রুপের সদস্যরা এ নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। এসব এক্সপ্লোসিভ ডিভাইস কারা কী উদ্দেশ্যে ওখানে জড়ো করেছিল সেটা নিয়ে আমাদের তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নেপথ্য  সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান  শুরু করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন (RS)ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান,পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত ৫ জন হাসপাতালে এসেছিল।

এরমধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা রুমি ও সিভিল রিয়াজকে ভর্তি রাখা হয়েছে। রিয়াজের বাম হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া তার ডান হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও রাখা যায়নি। তার পেটে বড় ধরনের ইনজুরি আছে।

আর পুলিশ কর্মকর্তা রুমির পায়ে ও হাতে ইনজুরি আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তারা সবাই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৯

 

 

ট্যাগ