ডোপ টেস্টে পজিটিভ ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু: ডিএমপি কমিশনার
https://parstoday.ir/bn/news/bangladesh-i83378-ডোপ_টেস্টে_পজিটিভ_২৬_পুলিশ_সদস্যকে_চাকরিচ্যুত_করার_প্রক্রিয়া_শুরু_ডিএমপি_কমিশনার
বাংলাদেশে একবছরের বেশি সময় ধরে চলছে মাদকবিরোধী অভিযান। এ সময় মাদক ব্যবসায়ী বলে সন্দেহভাজন শতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে; প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে; কয়েকশ' গ্রেফতার হয়েছে; কয়েকশ’ মামলা হয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২০ ২০:১৯ Asia/Dhaka
  • ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম
    ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

বাংলাদেশে একবছরের বেশি সময় ধরে চলছে মাদকবিরোধী অভিযান। এ সময় মাদক ব্যবসায়ী বলে সন্দেহভাজন শতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে; প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে; কয়েকশ' গ্রেফতার হয়েছে; কয়েকশ’ মামলা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এসব মাদক-বিরোধী অভিযান ও কথিত বন্দুকযুদ্ধে সবচেয়ে বেশী ভূমিকা পালন করছে পুলিশবাহিনী। এবার সেই পুলিশ বাহিনীতেই ধরা পড়েছে মাদকসেবী। খোদ রাজধানীতে ডিএমপি’র ২৬ জন সদস্য ডোপ টেস্টে পজিটিভ চিহ্নিত হয়ে চাকরিচুতির প্রক্রিয়ায় রয়েছেন।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম আজ বলেছেন, ‘মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যের পজিটিভ পেয়েছি। তাদেরকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

আজ শনিবার মিরপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট ম্যাসেজ যাবে যে, আমরা কাউকে ছাড় দেবো না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং মাদকের রাস্তা থেকে ফিরে এসেছে।’

পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কোনোরকম শিথিলতা দেখানো হচ্ছে না।’

একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক সেভাবে মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।