এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাইফুর ও অর্জুন লস্করের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
-
সাইফুর রহমান এবং অর্জুন লস্কর
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণী গৃহবধুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি সাইফুর রহমান ও আর এক আসামি অর্জুন লস্করের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কড়া পাহারার মধ্য দিয়ে আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুই আসামিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে তোলা হয়। সেখানে মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য্য দুই আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক এম সাইফুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য দুই আসামি সাইফুর ও অর্জুনকে শাহপরাণ থানায় নিয়ে যাওয়া হয়।
ওদিকে, এ মামলায় রাজন নামের আরো এক আসামিকে গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় রাজনকে আশ্রয় দেওয়া ও সহযোগিতা করায় আইনুল নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়।
এ নিয়ে এই মামলার সোমবার দুপুর পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে চারজন মামলার এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার এক নবদম্পতি গত শুক্রবার বিকেলে প্রাইভেটকারে এমসি কলেজে বেড়াতে যান। বিকেলে এমসি কলেজের ছাত্রলীগের ছয়জন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করে এবং পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। পুলিশ খবর পেয়ে রাতেই ওই গৃহবধূকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)ভর্তি করে।
আলোড়ন সৃষ্টিকারী এ ধর্ষণ মামলায় ঘটনার শিকার ১৯ বছর বয়সী তরুণী গৃহবধু গতকাল সিলেটের আদালতে ঘটনার বিষয়ে জবানবন্দী দিয়েছেন।
করোনাকালে কলেজ ও ছাত্রাবাস বন্ধ থাকা সত্ত্বেও অভিযুক্ত ছাত্রলীগ নেতারা প্রত্যেকেই এমসি কলেজের ছাত্রাবাসে অবস্থান করছিল। তারা টিলাগড় কেন্দ্রীক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকার গ্রুপের অনুসারি বলেই স্থানীয়ভাবে পরিচিত। #
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।