রেডিও তেহরানের ঢাকা সংবাদদাতার সহধর্মিণীর ইন্তেকাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i85717
রেডিও তেহরানের বাংলা বিভাগের বিশেষ সংবাদদাতা আব্দুর রহমান খানের সহধর্মিণী লুৎফুন্নাহার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল (বুধবার) ৬৪ বছর বয়সে আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২০ ১৫:৫৪ Asia/Dhaka
  • রেডিও তেহরানের ঢাকা সংবাদদাতার সহধর্মিণীর ইন্তেকাল

রেডিও তেহরানের বাংলা বিভাগের বিশেষ সংবাদদাতা আব্দুর রহমান খানের সহধর্মিণী লুৎফুন্নাহার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল (বুধবার) ৬৪ বছর বয়সে আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি।

আজ সকালে ঢাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী লুৎফুন্নাহার ২০১৭ সালে পোস্টমাস্টার হিসেবে অবসর নেন। ঢাকা সংবাদদাতা আব্দুর রহমান খান জানিয়েছেন, লুৎফুন্নাহার ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা পোস্ট মাস্টার।

লুৎফুন্নাহারের মৃত্যুতে রেডিও তেহরান ও পার্সটুডে পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।