বাংলাদেশে করোনায় একদিনে আগের সব রেকর্ড ভেঙ্গে আজ ১১২ জনের মৃত্যু
(last modified Mon, 19 Apr 2021 12:36:52 GMT )
এপ্রিল ১৯, ২০২১ ১৮:৩৬ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় একদিনে আগের সব রেকর্ড ভেঙ্গে আজ ১১২ জনের মৃত্যু

বাংলাদেশে করোনা সংক্রমণে একদিনে মৃত্যুর পুর্বের সব রেকর্ড ভঙ্গ করে আজ ১১২ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা চার দিন ধরে করোনায় মৃত্যু শতকের ঘরে। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রোববার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১৫২ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ।

আজকের মৃত্যুর সংখ্যা নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ২৩ হাজার ২২১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৪৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।

গতকাল করোনায় ১০২ জনের মৃত্যু হয়েছিল এবং ৩ হাজার ৬৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে শনাক্তের হার কমতে শুরু করে। এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মার্চ থেকেই চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ বেশ কিছু বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। গত ২১ এপ্রিল থেকে চলছে সর্বাত্মক লকডাউন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সুপারিশ করেছে সেই পরিপ্রেক্ষিতে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন বহাল থাকবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

 

 

ট্যাগ