ইমাম খোমেনী (রহ.)’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় ওয়েবিনার
https://parstoday.ir/bn/news/bangladesh-i92564-ইমাম_খোমেনী_(রহ.)’র_মৃত্যুবার্ষিকী_উপলক্ষে_ঢাকায়_ওয়েবিনার
ইরানের ইসলামী বিপ্লবের মহান স্থপতি ইমাম খোমেনী (রহ.)’র ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বিকেল তিনটায় ঢাকায় শুরু হয়েছে একটি ওয়েবিনার। এটির আয়োজন করেছে ঢাকাস্থ ইরানি কালচারাল সেন্টার। 
(last modified 2025-11-26T08:15:16+00:00 )
জুন ০৩, ২০২১ ১৪:৩৬ Asia/Dhaka
  • মরহুম ইমাম খোমেনী (রহ.)
    মরহুম ইমাম খোমেনী (রহ.)

ইরানের ইসলামী বিপ্লবের মহান স্থপতি ইমাম খোমেনী (রহ.)’র ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বিকেল তিনটায় ঢাকায় শুরু হয়েছে একটি ওয়েবিনার। এটির আয়োজন করেছে ঢাকাস্থ ইরানি কালচারাল সেন্টার। 

এ ওয়েবিনারে অংশগ্রহণ করে মূল্যবান আলোচনা করবেন, ঢাকাস্থ মাননীয় ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। ঢাকাস্থ ইরানি কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ হাসান সেহাত। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সুরেশ্বর দরবার শরীফের পীর আলহাজ শাহ সূফী নূরে আখতার সাহেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ  মাওলানা সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ। মদিনাতুল উলুম মডেল ইন্সটিটিউট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব। বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক ড. জাকির হোসেন। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ সাইয়্যেদ আফতাব হোসেন নাকাভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরে আলম প্রমুখ।#

পার্সটুডে/মো. আবুসাঈদ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।