দামেস্ক বৈঠকে ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব:
‘ইহুদিবাদী দখলদারিত্বের অবসান ঘটানোর একমাত্র পন্থা প্রতিরোধ যুদ্ধ’
প্রতিরোধ যুদ্ধকে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদীদের সাত দশকের দখলদারিত্বের অবসান ঘটানোর একমাত্র পন্থা বলে মন্তব্য করেছেন ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা। তিনি বলেছেন, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।
সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ সংগঠনের প্রতিনিধিদের এক বৈঠকে নাখালা আরো বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ইস্পাতকঠিন ঐক্য রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “শত্রুর বিরুদ্ধে যুদ্ধ না করলে আমাদেরকে চিরদিন দখলদারদের অধীনে থেকে যেতে হবে।”
গাজায় চলমান যুদ্ধকে ফিলিস্তিনি জনগণের পাশাপাশি প্রতিরোধ গ্রুপগুলোর জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন জিহাদ আন্দোলনের এই শীর্ষ নেতা।
তিনি বলেন, দখলদার ইহুদিবাদীরাও তাদের অবৈধ রাষ্ট্রের ইতিহাসে প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে আর কখনও এত বড় প্রতিরোধের মুখে পড়েনি এবং তারা এর আগে ফিলিস্তিনি জনগণের এত বেশি অটল ও অবিচল অবস্থান প্রত্যক্ষ করেনি।
জিয়াদ আন-নাখালা বলেন, “প্রতিরোধ যুদ্ধই হচ্ছে ইহুদিবাদীদের দখলদারিত্ব অবসানের একমাত্র পথ।” চলমান যুদ্ধে যারা এরইমধ্যে প্রাণ উৎসর্গসহ নানাভাবে আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।