আইআরজিসি প্রধানের মন্তব্য
‘বিশ্ব বলদর্পী শক্তির হৃৎপিন্ডে আঘাত করেছে ইরান’
-
মেজর জেনারেল হোসেইন সালামি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ এতটাই শক্তিশালী হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে এবং এর মাধ্যমে প্রকৃতপক্ষে বিশ্ব বলদর্পী শক্তির হৃৎপিন্ডে আঘাত করেছে।
জেনারেল সালামি বলেন, ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিণতি কী- তা জেনেই ইরান নির্ভীকভাবে ওই হামলা চালিয়েছে। জনগণের ঈমানী শক্তি, প্রতিরোধ, ইচ্ছা এবং উন্নতির ওপর ভর করেই ইরানের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে।
গতকাল (সোমবার) ইরানের সেমনান প্রদেশে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইআরজিসি প্রধান। তিনি বলেন, ইরান হঠাৎ এই অভিযান চালায়নি বরং মহান ইরানি জাতির শক্তি ও সামর্থ্যের ওপর ভরসা করে দায়িত্ব নিয়েই অপারেশন ট্রু প্রমিজ পরিচালনা করেছে এবং এর ছবি প্রকাশ করেছে।
জেনারেল সালামি আরো বলেন, অপারেশন ট্রু প্রমিজ শুরুর প্রথম থেকেই ইরানের জনগণ এই অভিযান এবং আইআরজিসি’র প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমে আসে।
শত্রুদের নিষেধাজ্ঞা এবং নানামুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে জেনারেল সালামি বলেন, ইরানের ইসলামী সরকার আজ যে শক্তি অর্জন করেছে তা জনগণের প্রতিরোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে নানামুখী সীমাহীন যুদ্ধের ফল। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্রদের নিষেধাজ্ঞা ইরানের জন্য বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের সুযোগ করে দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।