ইসরাইলের জন্য অস্ত্র বহনকারী জাহাজকে বন্দরেন ভিড়তে দেয়নি স্পেন 
https://parstoday.ir/bn/news/event-i137720-ইসরাইলের_জন্য_অস্ত্র_বহনকারী_জাহাজকে_বন্দরেন_ভিড়তে_দেয়নি_স্পেন
ইহুদিবাদী ইসরাইলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজ ফিরিয়ে দিয়েছে স্পেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে দখলদার ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধের মধ্যে স্পেন এই প্রশংসিত উদ্যোগ নিয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৭, ২০২৪ ১৫:৫৯ Asia/Dhaka
  • ইসরাইলের জন্য অস্ত্র বহনকারী জাহাজকে বন্দরেন ভিড়তে দেয়নি স্পেন 

ইহুদিবাদী ইসরাইলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজ ফিরিয়ে দিয়েছে স্পেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে দখলদার ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধের মধ্যে স্পেন এই প্রশংসিত উদ্যোগ নিয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গতকাল (বৃহস্পতিবার) এই ঘটনার কথা জানান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনি সাংবাদিকদের বলেন, "এই প্রথম আমরা এটি করেছি কারণ এই প্রথমবারের মতো আমরা ইসরাইলে জন্য অস্ত্রের চালান বহনকারী একটি জাহাজ সনাক্ত করেছি যেটি স্পেনের একটি বন্দরে ভিড়তে চেয়েছিল।

পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, মারিয়ান ড্যানিকা নামের জাহাজটি ২১ মে দক্ষিণ-পূর্ব স্পেনের কার্টেজেনার বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল। 

পরিবহনমন্ত্রীর মন্তব্যের সাথে আলবারেস যোগ করে বলেন, "ইসরাইলে অস্ত্র বহনকারী যেকোন জাহাজ স্প্যানিশ বন্দরে ভিড়তে চাইলে তার সাথে একই নীতি গ্রহণ করা হবে।" তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুস্পষ্ট কারণে এই ধরনের অনুরোধকে নিয়মতান্ত্রিকভাবে প্রত্যাখ্যান করবে। আসলে মধ্যপ্রাচ্যে আর অস্ত্রের প্রয়োজন নেই, বরং সেখানে শান্তি দরকার।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।