ইসরাইলকে সমর্থন দেয়ার জন্য আরব ভোট হারাতে বসেছেন বাইডেন 
(last modified Fri, 31 May 2024 09:16:03 GMT )
মে ৩১, ২০২৪ ১৫:১৬ Asia/Dhaka
  • ইসরাইলকে সমর্থন দেয়ার জন্য আরব ভোট হারাতে বসেছেন বাইডেন 

গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোট হারাতে বসেছেন। আমেরিকার ‘সুইং স্টেট’ বলে খ্যাত ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভানিয়া এবং ভার্জিনিয়াতে এই অবস্থা দেখা দিয়েছে।

নতুন একটি জনমত জরিপে আরব জনগোষ্ঠীর ভোট হারানোর অশঙ্কার তথ্য উঠে এসেছে। ওয়াশিংটনভিত্তিক আরব-আমেরিকান ইনস্টিটিউট এই জনমত জরিপ পরিচালনা করেছে। চারটি অঙ্গরাজ্যের ৯০০ ব্যক্তির ওপর পরিচালিত জরিপে দেখা যায়, জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে শতকরা ৮৮ ভাগ গাজা-ইসরাইল যুদ্ধে দখলদার ইসরাইলের প্রতি সমর্থন দেয়ার জন্য বাইডেনের বিপক্ষে ভোট দেয়ার কথা বলেছে। গাজায় ইহুদিবাদি ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় এ পর্যন্ত ৩৬ হাজার ২০০র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 

জরিপ ফলাফলে বলা হচ্ছে, যদি আজই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জো বাইডেন আরব-আমেরিকান ভোটারদের শতকরা ১৮ ভাগ ভোট পাবেন এবং তার চরম প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পাবেন শতকরা ৩২ ভাগ ভোট। 

২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আরব-আমেরিকানদের শতকরা সাত ভাগ ভোট পেয়েছিলেন। কিন্তু গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি অকুন্ঠ সমর্থন দেয়ার জন্য সেই সমর্থনে ধ্বস নেমেছে#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ